TRENDING:

East Bardhaman News: বাবার কাছেই প্রশিক্ষণ! আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় প্রথম কাটোয়ার সাত্ত্বিক

Last Updated:

East Bardhaman News: নজর কেড়েছে কাটোয়ার ছেলে সাত্ত্বিক দে। কাতা ও কুমিতে দুই বিভাগেই প্রথম স্থান অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে সে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, বনোয়ারীলাল চৌধুরী: কলকাতার আল মোহন দাস স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত থার্ড ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ নজর কেড়েছে কাটোয়ার ছেলে সাত্ত্বিক দে। কাতা ও কুমিতে দুই বিভাগেই প্রথম স্থান অর্জন করে আন্তর্জাতিক মঞ্চে জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে সে।
 কাটোয়ার সাত্ত্বিক দে 
 কাটোয়ার সাত্ত্বিক দে 
advertisement

সাত্ত্বিক কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে আইআইটিতে ভর্তি হলেও, তার মন পড়ে রয়েছে ক্যারাটের মঞ্চে। ছোটবেলা থেকেই ক্যারাটে চর্চা শুরু করে সাত্ত্বিক। এর আগেও আন্তর্জাতিক স্তরে সাফল্য এসেছে তার ঝুলিতে। এবারের অর্জন যেন সেই ধারাবাহিকতারই আরও উজ্জ্বল দৃষ্টান্ত।

সাত্ত্বিকের এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর বাবার অবদান। বাবা তারক চন্দ্র দে ছিলেন তাঁর প্রথম কোচ এবং এখনও পর্যন্ত তিনিই ছেলের প্রশিক্ষক। আবেগে ভরা গলায় তারকবাবু বলেন,”নিজের ছেলে বলে বলব না, ও ছোটবেলা থেকেই ভীষণ পরিশ্রমী। তাই এই সাফল্য অর্জন করতে পেরেছে। একজন বাবা হিসেবে আমি গর্বিত ও আনন্দিত।” ছেলের সাফল্য নিয়ে গর্বিত বাবার পাশাপাশি সাত্ত্বিকও জানিয়েছে,”আমার সাফল্যের মূল কারণ আমার বাবা। তাঁর জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই।”

advertisement

আরও পড়ুনঃ রোহিত-বিরাটের পর অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার! থামল ২৫ বছরের যাত্রা

View More

৩১শে আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় মোট ১৮ জন প্রতিযোগী অংশ নেয় কাটোয়া থেকে। শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মিলিয়ে প্রায় ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাঁদের ভিড়ে দাঁড়িয়ে কাটোয়ার ছেলে সাত্ত্বিক দে নিজের পরিশ্রম ও প্রতিভার জোরে প্রমাণ করল ইচ্ছাশক্তি আর অধ্যবসায় থাকলে আন্তর্জাতিক মঞ্চও জয় করা যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
East Bardhaman News: বাবার কাছেই প্রশিক্ষণ! আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় প্রথম কাটোয়ার সাত্ত্বিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল