রোহিত-বিরাটের পর অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার! থামল ২৫ বছরের যাত্রা

Last Updated:

Indian Star Leg Spinner Amit Mishra Announce Retirement: রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত তারকারা অবসর নিয়েছেন। এবার ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানালেন আরও এক তারকা। ইতি টানলেন নিজের ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে।

News18
News18
সাম্প্রতিক সময়ে ভারতের একের পর এক তারকা ক্রিকেটার অবসর ঘোষণা করেছেন। সেই তালিকায় নাম রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত তারকারা। এবার ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানালেন আরও এক তারকা। ইতি টানলেন নিজের ২৫ বছরের দীর্ঘ কেরিয়ারে।
ভারতের অভিজ্ঞ লেগস্পিনার অমিত মিশ্র সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। বৃহস্পতিবার ৪২ বছর বয়সি এই ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের কথা জানান। ভারতের হয়ে ২০১৭ সালে শেষবার আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অমিত মিশ্র। তবে তিনি ২০২৪ সালের আইপিএল পর্যন্ত খেলা চালিয়ে গিয়েছেন। দীর্ঘ ২৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দক্ষ লেগস্পিনার হিসেবে।
advertisement
২০০০ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করা মিশ্র ভারতের জাতীয় দলের হয়ে ২২টি টেস্ট,৩৬টি একদিনের ম্যাচ, ১০টি টি-২০ ম্যাচ খেলেছেন। নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে মোট ১৫৬টি উইকেট শিকার করেছেন। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেকে পাঁচ উইকেট নিয়ে দারুণ সূচনা করেছিলেন তিনি। সেই ম্যাচে দ্বিতীয় ইনিংসেও দুটি উইকেট নিয়েছিলেন, যা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।
advertisement
advertisement
advertisement
তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল আইপিএল ২০২৪-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। মিশ্র আইপিএলে একজন অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন এবং ১৬১টি ম্যাচে ১৭৪টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারীদের মধ্যে সপ্তম স্থানে থেকে নিজের কেরিয়ারের ইতি টানলেন। আইপিএল ইতিহাসে তিনটি হ্যাটট্রিক নেওয়া একমাত্র বোলার হিসেবে তাঁর নাম রেকর্ড বুকে রয়েছে।
অবসর ঘোষণা করে অমিত মিশ্র বলেন, “এই ২৫ বছরের ক্রিকেটজীবন আমার জন্য ছিল এক স্মরণীয় যাত্রা। বিসিসিআই, হরিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন, কোচ, সতীর্থ এবং পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ।” তিনি আরও বলেন, “ভক্তদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, যা আমি আজীবন স্মরণ করব।”
advertisement
অমিত মিশ্রের অবসর ভারতীয় ক্রিকেটের জন্য একটি যুগের অবসান হিসেবে বিবেচিত হতে পারে। একজন ক্লাসিক লেগস্পিনার হিসেবে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তরুণ প্রজন্মের অনেক স্পিনার তার অনুপ্রেরণায় গড়ে উঠেছে। অবসরের পরেও তিনি ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রোহিত-বিরাটের পর অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার! থামল ২৫ বছরের যাত্রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement