চাষের খরচ কমিয়ে দিল সরকার, এবার মিলবে বিনামূল্যে ১১ রকম সবজি বীজ! জানুন সঠিক আবেদন পদ্ধতি

Last Updated:

কিনতে হবে না বাজারে গিয়ে। এই জায়গায় গেলেই মিলছে বিনামূল্যে উন্নতমানের সবজি চাষের বীজ। কেউ ১০ বিঘা তো কেউ ২০ বিঘা চাষ জমির জন্য বীজ নিতে হাজির হচ্ছেন জেলা উদ্যান পালন দফতরে।

+
বিনামূল্যে

বিনামূল্যে উন্নতমানের উচ্চ ফলনশীল সবজি বীজ বিতরণ

মালদহ, জিএম মোমিন: কিনতে হবে না বাজারে গিয়ে। এই জায়গায় গেলেই মিলছে বিনামূল্যে উন্নতমানের সবজি চাষের বীজ। কেউ ১০ বিঘা তো কেউ ২০ বিঘা চাষ জমির জন্য বীজ নিতে হাজির হচ্ছেন জেলা উদ্যান পালন দফতরে। সঠিক সময়ে জেলার কৃষকদের সবজি চাষে আগ্রহী করে তুলতে বিনামূল্যে ১১ রকম উন্নতমানের সবজি চাষের বীজ দেওয়া হল জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে।
সবজি চাষের ক্ষেত্রে কৃষকদের সর্বাধিক খরচ পড়ে বীজ কেনার জন্য। ফলে অনেক সময় কৃষকরা পিছু পা হন সবজি চাষের ক্ষেত্রে। তবে কয়েক বছর থেকে জেলা উদ্যান পালন দফতরের উদ্যোগে বিনামূল্যে উন্নতমানের সবজি চাষের বীজ পেয়ে আর্থিকভাবে উপকৃত হচ্ছেন কৃষকরা। যার ফলে সবজি চাষে আগ্রহ বাড়ছে জেলার কৃষকদের।
advertisement
advertisement
এদিন এক কর্মসূচির মধ্যে দিয়ে জেলার প্রায় ৫০০ শতাধিক কৃষকদের বিনামূল্যে উন্নত মানের সবজির বীজ বিতরণ করা হয়। এর ফলে জেলার কৃষকদের আর্থিকভাবে অনেকটা সুবিধা হবে বলে জানান মালদহ জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক। তিনি বলেন, জেলা জুড়ে প্রায় ২০০০ কৃষকদের উন্নতমানের উচ্চ ফলনশীল সবজি চাষের বীজ প্রদান করা হবে। আধার, ভোটার পরিচয়পত্র, জমির জমার মাধ্যমে ব্লক দফতর অথবা মহকুমা এবং জেলা উদ্যান পালন দফতরে আবেদন করলে জেলার কৃষকরা বিনামূল্যে পেতে পারবেন এই বীজ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জীবনে বাঁচার ক্ষেত্রে প্রাথমিক উৎস হচ্ছে খাদ্য। আর এই‌ খাদ্যের জোগান দিয়ে থাকেন মেহনতি কৃষকরা। অনেক সময় এই কৃষকদের‌ই আর্থিক সংকটের কারণে চাষের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তবে সরকারিভাবে জেলার কৃষকদের কৃষি কাজের ক্ষেত্রে এমন সহযোগিতা আর্থিকভাবে অনেকটাই উপকারী হবে বলে অভিমত জেলার কৃষকদের।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
চাষের খরচ কমিয়ে দিল সরকার, এবার মিলবে বিনামূল্যে ১১ রকম সবজি বীজ! জানুন সঠিক আবেদন পদ্ধতি
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement