India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে বদল? বড় চমক দেবে গম্ভীর-সূর্যকুমার! রইল আপডেট

Last Updated:

India vs Pakistan: এই জয়ে ভারতের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি পাকিস্তানের বিপক্ষে পরবর্তী হাইভোল্টেজ ম্যাচের আগে দলীয় গঠন নিয়েও পরিষ্কার ধারণা মিলেছে।

News18
News18
এশিয়া কাপ ২০২৫-এ ভারতের যাত্রা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে একতরফা জয়ের মাধ্যমে। কুলদীপ যাদবের দুর্দান্ত চার উইকেটের স্পেলে মাত্র ৫৭ রানেই গুটিয়ে যায় ইউএই-র ইনিংস। পরে ব্যাটিং লাইনআপ সেই সহজ লক্ষ্যে পৌঁছে যায় কোনো চাপ ছাড়াই। এই জয়ে ভারতের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি পাকিস্তানের বিপক্ষে পরবর্তী হাইভোল্টেজ ম্যাচের আগে দলীয় গঠন নিয়েও পরিষ্কার ধারণা মিলেছে।
ওই ম্যাচে ভারতের একাদশে ছিলেন: অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী। এই একাদশের প্রত্যেকে নিজ নিজ ভূমিকা পালন করেছেন নিখুঁতভাবে। ফলে পাকিস্তানের বিপক্ষে এই দলেই আস্থা রাখার সম্ভাবনাই বেশি।
ভারতের এই একাদশে ভারসাম্য ছিল চোখে পড়ার মতো। ওপেনাররা দ্রুত রান তুলতে পারে, মিডল অর্ডারে আছে অভিজ্ঞ ফিনিশার, আর অলরাউন্ডারদের উপস্থিতি দলকে গভীরতা দেয়। বোলিং ইউনিটেও ছিল বৈচিত্র্য — পেস, অফ স্পিন, বাঁহাতি স্পিন এবং মিস্ট্রি স্পিন সবই ছিল দলে। এই কৌশলগত ভারসাম্যই ভারতকে প্রতিপক্ষের মুখোমুখি হতে আরও প্রস্তুত করে তোলে।
advertisement
advertisement
তবে পাকিস্তান, ইউএই’র চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। তাদের ব্যাটিং লাইনআপ ও বোলিং আক্রমণে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত একাধিক ক্রিকেটার রয়েছে। বিশেষ করে, যদি দুবাইয়ের পিচে শুরুতে সিম মুভমেন্ট থাকে বা শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাহলে ভারত বাড়তি পেসার নেওয়ার কথা ভাবতে পারে। অর্শদীপ সিং বা হর্ষিত রানা দলে ঢুকতে পারেন শিবম দুবে বা বরুণ চক্রবর্তীর জায়গায়।
advertisement
জসপ্রীত বুমরাহ দলের মূল পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন। যিনি প্রথম ম্যাচেই প্রমাণ করেছেন কেন তিনি বিশ্বসেরা। অন্যদিকে, শিবম দুবের বল হাতে সফল হওয়াও তার দবে জায়গা ধরে রাখার একটি বড় কারণ। ফলে, টিম ম্যানেজমেন্ট হয়তো বোলিং বিকল্পের দিকেই তাকাবে, যদি কন্ডিশন পরিবর্তন হয়।
advertisement
সবমিলিয়ে, ভারতের প্রথম ম্যাচের সফল একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। দল ভালো খেললে তা অক্ষুণ্ন রাখাই দলের মনোবলের জন্য ইতিবাচক। তবে কন্ডিশনের ভিত্তিতে ছোটখাটো পরিবর্তন হওয়ার সম্ভাবনা অস্বীকার করা যায় না। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে একই একাদশ দেখা গেলেও, কৌশলগত টুইস্ট একেবারে অস্বাভাবিক হবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে বদল? বড় চমক দেবে গম্ভীর-সূর্যকুমার! রইল আপডেট
Next Article
advertisement
Amartya Sen Hearing Notice: মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে গেল কমিশনের নোটিস
মায়ের সঙ্গে বয়সের ব্যবধান ১৫ বছরের কম! অমর্ত্য সেনের বাড়িতে নোটিস দিয়ে এল কমিশন
  • অমর্ত্য সেনের বাড়িতে নির্বাচন কমিশনের দল৷

  • এসআইআর শুনানিতে হাজিরা দিতে নোটিস৷

  • অমর্ত্য সেনকে শুনানিতে ডাক, গতকালই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement