IND vs PAK: পাকিস্তান ম্যাচে ভারতের জয়ের পথে ৫ বিপদ! একটু এদিক-ওদিক হলেই সব শেষ! জেনে নিন বিস্তারিত

Last Updated:

Asia Cup 2025 IND vs PAK: ভারত যতই শক্তিশালী হোক না কেন, পাকিস্তানের দলে কিছু এমন ক্রিকেটার আছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দেখে নেওয়া যাক এমন পাঁচজনকে, যাঁদের নিয়ে ভারতকে সতর্ক থাকতে হবে।

News18
News18
দুবাই: এর আগে এশিয়া কাপে মোট ১৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান ৬ বার, এবং ৩টি ম্যাচ অমিমাংসীত। বিশেষ করে টি২০ ফরম্যাটে, ভারত ৩টির মধ্যে ২টি জিতেছে। সেই হিসেবে সুর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত দল পরিষ্কার ফেবারিট হিসেবে নামছে রবিবারের ম্যাচে।
তবে পাকিস্তান দলকে নিয়ে প্রেডিক্ট করা খুব কঠিন। কারণ পাকিস্তান দলের সেই ক্ষমতা রয়েছে বড় ম্যাচ জেতার। ভারত যতই শক্তিশালী হোক না কেন, পাকিস্তানের দলে কিছু এমন ক্রিকেটার আছেন যারা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দেখে নেওয়া যাক এমন পাঁচজনকে, যাঁদের নিয়ে ভারতকে সতর্ক থাকতে হবে।
১.ফখর জামান: ফখর ভারতের বিরুদ্ধে খেলতে ভালোবাসে। তার অতীত রেকর্ডও ভাল। ওকে যত তাড়াতাড়ি সম্ভব আউট করাটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ও ভালো শুরু করতে পারে তাহলে সেটা পাকিস্তানের জন্য বড় সুবিধা হবে।
advertisement
advertisement
২.সাঈম আয়ুব: পাকিস্তানের এই নতুন প্রতিভা ভয়ডরহীনভাবে ব্যাট করে। ও যদি শুরুতেই কিছু রান করে ফেলে, তাহলে ভারতের বোলারদের জন্য কঠিন হয়ে যাবে পরিস্থিতি। অন্তত আটকাতে হবে, নাহলে বড় সমস্যা হতে পারে ভারতের জন্য।
৩.সলমন আলি আঘা: এই তরুণ নেতা পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে এবং এশিয়া কাপ ২০২৫-এ তাদের অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারে। আঘার বড় ইনিংস খেলার দক্ষতাও রয়েছে। ভারতের বিপক্ষে বড় রান করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
৪.শাহিন আফ্রিদি: বিশ্বের অন্যতম সেরা টি২০ বোলার। নতুন বলে উইকেট নেওয়ার ক্ষমতা আছে। আগেও ভারতের টপ অর্ডারকে ধ্বংস করেছে। ভারত চাইবে, যেন এবার আর সেই ইতিহাস না পুনরাবৃত্তি হয়।
৫.হ্যারিস রউফ: সব সময় প্রত্যাশা অনুযায়ী খেলেন না, কিন্তু মাঝে মাঝে অসাধারণ পারফর্ম করেন। ভারত চাইবে, যেন এশিয়া কাপ ২০২৫-এ এমন কিছু না ঘটে এবং শুরু থেকেই ওকে চাপে রাখা যায়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: পাকিস্তান ম্যাচে ভারতের জয়ের পথে ৫ বিপদ! একটু এদিক-ওদিক হলেই সব শেষ! জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement