Sourav Ganguly: ফের বিসিসিআইতে সৌরভ গঙ্গোপাধ্যায়! ক্রিকেট প্রশাসনে 'দাদাগিরি'! বড় আপডেট!

Last Updated:

Sourav Ganguly: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও বিসিসিআই-তে (BCCI) যোগ দিতে চলেছেন। ভারতীয় ক্রিকেটে ফের দেখা যেতে পারা সৌরভের 'দাদাগিরি'।

News18
News18
প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও বিসিসিআই-তে (BCCI) যোগ দিতে চলেছেন। ভারতীয় ক্রিকেটে ফের দেখা যেতে পারা সৌরভের ‘দাদাগিরি’। সিএবি-র (CAB) প্রতিনিধি হিসেবে তাঁকে পাঠানো হয়েছে বোর্ডের বার্ষিক সাধারণ সভায়। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা এবং তাতেই প্রতিনিধিত্ব করবেন সৌরভ।
সূত্রের খবর, সিএবি সৌরভের নাম ইতিমধ্যেই বিসিসিআই-কে পাঠিয়ে দিয়েছে। ফলে বোর্ডের গুরুত্বপূর্ণ সভায় সৌরভের উপস্থিতি নিশ্চিত। তাঁর ফের বিসিসিআই-তে যোগদানে জল্পনা তৈরি হয়েছে যে তিনি কি আবারও সভাপতি পদে ফিরছেন? যদিও আলোচনায় রয়েছেন একাধিক প্রাক্তন ক্রিকেটার। শোনা যাচ্ছে তালিকায় নাম রয়েছে রবি শাস্ত্রি, কপিল দেব, কিরণ মোরে, ভিভিএস লক্ষ্মণদের নাম। সচিন তেন্ডুলকরতে নিয়ে জল্পনা তৈরি হলেও তা নস্যাৎ করে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।
advertisement
এর মধ্যেই সিএবি-র সভাপতি পদে আবারও মনোনয়ন জমা দিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে। সিএবি-তে বর্তমানে সৌরভের উপস্থিতি এবং প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। সৌরভের অভিজ্ঞতা তাঁকে স্বাভাবিকভাবেই অন্যতম প্রধান দাবিদার করে তুলেছে।
advertisement
advertisement
বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন। এর ফলে রাজ্য ক্রিকেট প্রশাসনে তাঁর প্রভাব আরও মজবুত হবে এবং বিসিসিআই-তে তাঁর ভূমিকা ফের গুরুত্ব পেতে পারে। সব মিলিয়ে আবারও ভারতের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রত্যাবর্তনের সম্ভাবনা উজ্জ্বল।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: ফের বিসিসিআইতে সৌরভ গঙ্গোপাধ্যায়! ক্রিকেট প্রশাসনে 'দাদাগিরি'! বড় আপডেট!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement