সিদ্ধেশ্বরের কথায়, ‘অলিম্পিক অ্যাসোসিয়েশনের খেলায় প্রথমবার অংশগ্রহণ করে খুব খুশি, আমার পরিবারও আমাদের টিমের এই সাফল্যে আনন্দিত। আগামীতে আরও ভালভাবে খেলার চেষ্টা করব, ন্যাশনাল গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছি।’ আগামী প্রতিযোগিতায় যাতে আরও বেশি করে উপরের সারিতে আসা যায় সেই বিষয়ে গুরুত্ব দিতে চান বলে জানিয়েছেন সিদ্ধেশ্বর।
আরও পড়ুন: মাত্র ১২ হাজার টাকায় প্লেন! বাজপাখির মত উড়ল আকাশে! বাঁকুড়ার যুবকের কারনামা অবাক করল সকলকে
advertisement
হ্যান্ডবল একটি মৌলিক খেলা। হ্যান্ডবল এক প্রকারের দলীয় খেলা। এই খেলাটি অনেকটা ফুটবলের মত, তবে পার্থক্য হল হ্যান্ডবলে হাত দিয়ে বল আদানপ্রদান করা হয়। এই খেলাতে মোট ১২ জন খেলয়ার থাকে এবং সাত জন খেলোয়াড় মাঠে খেলে। যেসব দেশে এ খেলার প্রচলন রয়েছে তাদের মধ্যে পোল্যান্ড, সাইপ্রাস, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ, গ্রীস, যুক্তরাজ্য, তুরস্ক, জর্জিয়া, আর্মেনিয়া ও আজারবাইজান উল্লেখযোগ্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্রীড়া ক্ষেত্রে যথেষ্ট নাম রয়েছে বাঁকুড়ার! বাঁকুড়ার জঙ্গল মহলের ফুটবল থেকে শুরু করে, হকি হোক কিংবা ক্রিকেট, সবেতেই বাঁকুড়া দাগ কেটেছে জেলা জুড়ে। এবার ‘হ্যান্ডবল’ খেলাতেও চমকপ্রদ পারফরম্যান্স।
নীলাঞ্জন ব্যানার্জী






