TRENDING:

IND vs SA : ১৪৮ বছরে প্রথমবার, গুয়াহাটি টেস্টে সবাইকে অবাক করে দেওয়া রেকর্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে যা হল...

Last Updated:

Ind vs Sa : ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। দ্বিতীয় দিনের খেলা চলছে। টস জিতে প্রথম দিন ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে গুয়াহাটির বরসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। দ্বিতীয় দিনের খেলা চলছে। টস জিতে প্রথম দিন ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। তাদের টপ অর্ডার ভারতীয় বোলারদের দৃঢ়ভাবে সামলেছে। ওপেনার-সহ টপ চার ব্যাটারই ভাল শুরু করেছিলেন, তবে কেউই অর্ধশতকে পৌঁছতে পারেননি। এর সঙ্গে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো এক অনন্য রেকর্ডও তৈরি হয়েছে।
News18
News18
advertisement

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ঘটল, একটি ইনিংসে কোনও দলের টপ-৪ ব্যাটারই ৩৫ বা তার বেশি রান করলেন, কিন্তু একজনও হাফ-সেঞ্চুরি করতে পারলেন না। এটি এমন একটি রেকর্ড যা দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা না চাইলেও নিজেদের নামে লিখে ফেলেছেন। প্রথমে দক্ষিণ আফ্রিকার ওপেনাররা ৮২ রানের ভাল জুটি গড়েন, সেটি বুমরাহ ভেঙে দেন। এর পর তৃতীয় উইকেটে টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবস ৮৪ রান যোগ করেন।

advertisement

এডেন মার্করাম ৩৮ রান করে জসপ্রিত বুমরাহর বলে বোল্ড হন। অন্যদিকে, রায়ান রিকেলটন ৩৫ রান করে কুলদীপ যাদবের ফাঁদে পড়েন। ওপেনারদের পর ট্রিস্টান স্টাবস ও টেম্বা বাভুমার মধ্যে ভাল জুটি হয়। কিন্তু তারাও হাফ-সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়ে যান। স্টাবস তো মাত্র ১ রান দূরে হাফ-সেঞ্চুরি মিস করেন—৪৯ রানে কুলদীপ তাঁকে ফেরান। বাভুমাকে ৪১ রানে আউট করেন জাদেজা।

advertisement

প্রথম দিনের শুরুর দুই সেশনে ভারতীয় বোলাররা উইকেটের জন্য বেশ কষ্ট করেন। প্রথম সেশনে জসপ্রিত বুমরাহ এবং দ্বিতীয় সেশনে কুলদীপ যাদব একটি করে উইকেট নেন। তবে লাঞ্চের পর ভারত অতিথিদের চাপ তৈরি করে এবং স্টাম্পস পর্যন্ত আরও চারটি উইকেট ফেলে।

আরও পড়ুন- আবার বিয়ে হার্দিক পান্ডিয়ার! চুপি চুপি সেরে ফেললেন ‘গোপন’ কাজ! সবার অলক্ষ্যে যা করলেন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যোগ ব্যায়ামেই ক্যানসার জয়ী..! দূর-দূরান্তের রোগীদের আজ 'আলো' দেখাচ্ছেন তিমিরবরণ! কী ভাবে?
আরও দেখুন

এই সেশনে কুলদীপ যাদব দুটি এবং জাদেজা ও মহম্মদ সিরাজ একটি করে উইকেট নেন। দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান যোগ করে। কুলদীপ যাদব সর্বাধিক তিনটি উইকেট নেন। নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর প্রথম প্রথম দিন উইকেট পাননি।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA : ১৪৮ বছরে প্রথমবার, গুয়াহাটি টেস্টে সবাইকে অবাক করে দেওয়া রেকর্ড, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ম্যাচে যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল