Hardik Pandya : আবার বিয়ে হার্দিক পান্ডিয়ার! চুপি চুপি সেরে ফেললেন 'গোপন' কাজ! সবার অলক্ষ্যে যা করলেন, জানলে অবাক হবেন

Last Updated:
Hardik Pandya : জীবনের একটা অধ্যায় পেরিয়ে আরেকটির দিকে পা বাড়িয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়া যে আবার প্রেমে পড়েছেন, তা এখন তাঁর ভক্তদের জানা। তিনি এখন রোম্যান্সে মশগুল। নতুন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে তাঁর একাধিক ছবি ভাইরাল।
1/5
জীবনের দ্বিতীয় অধ্যায় কি তা হলে শুরু করে ফেললেন হার্দিক পান্ডিয়া! নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর আবার প্রেমে পড়েছেন হার্দিক পান্ডিয়া।
জীবনের দ্বিতীয় অধ্যায় কি তা হলে শুরু করে ফেললেন হার্দিক পান্ডিয়া! নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর আবার প্রেমে পড়েছেন হার্দিক পান্ডিয়া।
advertisement
2/5
চলতি সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পান্ডিয়া। সেই ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়। পান্ডিয়া ও তাঁর বান্ধবী বাড়িতে পুজো করেছিলেন। এর পর মাহিকার আঙুলে থাকা বড় পাথরের একটি দামি আংটি, যা এড়ায়নি নেটিজেনদের নজর। আর সেই আংটির ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বাগদানের জল্পনা।
চলতি সপ্তাহেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন পান্ডিয়া। সেই ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হয়। পান্ডিয়া ও তাঁর বান্ধবী বাড়িতে পুজো করেছিলেন। এর পর মাহিকার আঙুলে থাকা বড় পাথরের একটি দামি আংটি, যা এড়ায়নি নেটিজেনদের নজর। আর সেই আংটির ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের বাগদানের জল্পনা।
advertisement
3/5
জীবনের একটা অধ্যায় পেরিয়ে আরেকটির দিকে পা বাড়িয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়া যে আবার প্রেমে পড়েছেন, তা এখন তাঁর ভক্তদের জানা। তিনি এখন রোম্যান্সে মশগুল। নতুন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে তাঁর একাধিক ছবি ভাইরাল।
জীবনের একটা অধ্যায় পেরিয়ে আরেকটির দিকে পা বাড়িয়েছেন তিনি। হার্দিক পান্ডিয়া যে আবার প্রেমে পড়েছেন, তা এখন তাঁর ভক্তদের জানা। তিনি এখন রোম্যান্সে মশগুল। নতুন বান্ধবী মাহিকা শর্মার সঙ্গে তাঁর একাধিক ছবি ভাইরাল।
advertisement
4/5
এবার প্রেমের টান যেন একটু বেশিই! হার্দিক তাঁর নতুন বান্ধবীকে প্রকাশ্যে চুমু খেয়েলেন, কোলেও তুলে নিয়েছিলেন। এখন গোটা ব্যাপারটি খোলামেলা। হার্দিক বা মাহিরা, কেউই ব্যাপারটি লুকোচুরি করছেন না।
এবার প্রেমের টান যেন একটু বেশিই! হার্দিক তাঁর নতুন বান্ধবীকে প্রকাশ্যে চুমু খেয়েছেন, কোলেও তুলে নিয়েছিলেন। এখন গোটা ব্যাপারটি খোলামেলা। হার্দিক বা মাহিরা, কেউই ব্যাপারটি লুকোচুরি করছেন না।
advertisement
5/5
চোট কাটিয়ে বাইশ গজে ফেরার লড়াই করছেন পান্ডিয়া। ক্রিকেট ছাড়াও আরও দুটি জিনিস যে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিলেন পান্ডিয়া। দেশের জার্সির প্রতি ভালবাসা ও ঈশ্বরে প্রতি ভক্তি। ইনস্টাগ্রামের ছবিতে ক্যাপশনে তিনি লিখলেন, ‘মাই বিগ থ্রি’। পাশে নীল রঙের ভালবাসার ছবি, ওম চিহ্ন ও ব্যাট-বলের ইমোজি।
চোট কাটিয়ে বাইশ গজে ফেরার লড়াই করছেন পান্ডিয়া। ক্রিকেট ছাড়াও আরও দুটি জিনিস যে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ সেটা বুঝিয়ে দিলেন পান্ডিয়া। দেশের জার্সির প্রতি ভালবাসা ও ঈশ্বরে প্রতি ভক্তি। ইনস্টাগ্রামের ছবিতে ক্যাপশনে তিনি লিখলেন, ‘মাই বিগ থ্রি’। পাশে নীল রঙের ভালবাসার ছবি, ওম চিহ্ন ও ব্যাট-বলের ইমোজি।
advertisement
advertisement
advertisement