IND vs SA: ফের অধিনায়ক রোহিত শর্মা? ওডিআই সিরিজে বড় সিদ্ধান্তের সামনে বোর্ড! বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA ODI Series: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর থেকে। তার আগে কঠিন সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআইকে।
advertisement
1/7

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৩০ নভেম্বর থেকে। এই সিরিজকে সামনে রেখে আলোচনার কেন্দ্রে রয়েছেন দুই তারকা ক্রিকেটার—রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে দলের ভিতরে একাধিক চোট-সমস্যা নির্বাচকদের কাজকে বেশ কঠিন করে তুলেছে। রবিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনী বৈঠকে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।
advertisement
2/7
ইতিমধ্যেই প্রধান নির্বাচক অজিত আগারকার, নির্বাচক আরপি সিং ও বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া গুয়াহাটিতে পৌঁছে গিয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে তারা বৈঠকে বসবেন এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একাধিক মূল ক্রিকেটার চোটের কারণে অনিশ্চিত অবস্থায় থাকায় এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
advertisement
3/7
শুভমান গিল প্রথম টেস্টে ঘাড়ে ইনজুরির পর এখনও পুরোপুরি সেরে ওঠেননি। চিকিৎসকদের পরামর্শে তিনি অতিরিক্ত বিশ্রাম নিচ্ছেন এবং আগামী সপ্তাহে তার চোটের পুনরায় পরীক্ষা করা হবে। বিসিসিআই সূত্র নিশ্চিত করেছে যে, গিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডেতে নির্বাচনের জন্য উপলব্ধ থাকছেন না, তবে ৯ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি২০ সিরিজে খেলবেন কিনা সে নিয়েও রয়েছে ধোঁয়াশা।
advertisement
4/7
শুধু গিলই নয়, শ্রেয়স আইয়ারকেও ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না। ফলে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন অন্তর্বর্তী অধিনায়ক নির্ধারণ করতে হবে। যার ফলে ক্রিকেট মহলে জল্পনা তৈরি হয়েছে তাহলে কি রোহিত শর্মাকে ফের দেখা যাবে অধিনায়কের ভূমিকায়।
advertisement
5/7
ভারতীয় দলের সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে একাধিক নাম। আলোচনায় রয়েছে কে এল রাহুল, অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থের মত তারকারা। পরিস্থিতি বিবেচনায় রাহুলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। রোহিত অধিনায়ক হতে চাইবেন না তা একপ্রকার নিশ্চিত।
advertisement
6/7
দলের বর্তমান ওয়ানডে ব্যাটিং লাইনআপে ডানহাতিদের আধিক্য থাকায় নির্বাচকরা কিছু বাঁহাতি ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছেন। এই অবস্থায় ৪ নম্বর পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন ঋষভ পন্থ ও তিলক বর্মা। আইয়ারের অনুপস্থিতি দুইজনের জন্যই বড় সুযোগ এনে দিচ্ছে।
advertisement
7/7
এদিকে শুভমান গিলের জায়গায় যশস্বী জয়সওয়ালের একাদশে ফিরছেন প্রায় নিশ্চিতভাবেই। তাছাড়া সিরিজটিকে ভারতের তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের মিলিতভাবে নিজেদের প্রমাণ করার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ভারতীয় দলে এক নতুন ভারসাম্য তৈরি করাই চ্যালেঞ্জ নির্বাচকদের সামনে।