IND vs SA: শুধু গিল-শ্রেয়স নয়, ওডিআই সিরিজে দলের বাইরে আরও এক তারকা, বড় ধাক্কা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA ODI Series: টেস্ট সিরিজের পর ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। ৩ তারকাকে পাচ্ছে না ভারত।
advertisement
1/6

টেস্ট সিরিজের পর ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার একদিনের সিরিজ। ওডিআই সিরিজে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আরও একবার দেখার জন্য যেমন মুখিয়ে রয়েছে ক্রিকেট প্রেমিরা, ঠিক তেমনই রয়েছে একাধিক খারাপ খবরও।
advertisement
2/6
চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আর ইডেন টেস্টে ঘাড়ে চোটের কারণে দ্বিতীয় টেস্টের পাশাপাশি ওডিআই সিরিজেও শুভমান গিলের না খেলা প্রায় পাকা। শ্রেয়স-গিলের পাশাপাশি আরও এক তারকাকে ভারত পাবে না ওডিআই সিরিজে।
advertisement
3/6
ভারতের এই মুহূর্তে অন্যতম তারকা স্পিনার হলেন কুলদীপ যাদব। তবে অস্ট্রেলিয়ার মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে তিনি সেইভাবে প্রভাব ফেলতে পারেননি। তবে ঘরের মাটিতে তার মতো স্পিনার দলের হয়ে কার্যকারী ভূমিকা পালন করতে পারেন।
advertisement
4/6
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে ইডেন গার্ডেন্সে এই তারকা মোট ৪ টি উইকেট সংগ্রহ করেছেন। দ্বিতীয় টেস্টেও ভালো বোলিং করেছেন। এর আগে ঘরে মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট সংগ্রহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হয়েছিলেন।
advertisement
5/6
তবে ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওডিআই সিরিজে এই জনপ্রিয় স্পিনারকে পাওয়া যাবে না বলে খবর সামনে এসেছে। সূত্র অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন।
advertisement
6/6
সেই কারণে প্রোটিয়াদের বিপক্ষে ওডিআই সিরিজ খেলবেন না বলে তিনি ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য এখনও পর্যন্ত দেশের হয়ে ১১৪ টি ওডিআই ম্যাচে মোট ১৮২ টি উইকেট সংগ্রহ করেছেন কুলদীপ।