Viral News: মাত্র ১২ হাজার টাকায় প্লেন! বাজপাখির মত উড়ল আকাশে! বাঁকুড়ার যুবকের কারনামা অবাক করল সকলকে
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
থার্মোকল দিয়ে প্লেন বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক সুমন সর্দার। শুধু যে প্লেন বানিয়েছেন তা নয়। সেই প্লেন আকাশে উড়ছে রীতিমত।
বাঁকুড়া: থার্মোকল দিয়ে প্লেন বানিয়ে তাক লাগালেন বাঁকুড়ার যুবক। শুধু যে প্লেন বানিয়েছেন তা নয়। সেই প্লেন আকাশে উড়ছে রীতিমত। বাঁকুড়া, পুরুলিয়া বর্ডারের অবস্থিত শালুইপাহাড়ী গ্রামের বাসিন্দা কলেজ ছাত্র সুমন সর্দার বানিয়েছেন প্লেন।মাছ পরিবহন করার বড় বড় থার্মোকলের বাক্সগুলি নিয়ে এসে সেগুলি কেটে তৈরি করা হয়েছে প্লেন। তারপর সেই প্লেন রিমোট কন্ট্রোলের সঙ্গে কন্ট্রোল করছে সুমন সরদার। আকাশে বাজ পাখির মত উড়তে দেখা যাচ্ছে সেই প্লেনকে।
আকাশে উড়ছে বলেই হয়ত এটি একটি অভিনব সাফল্য হিসেবে গণ্য করছেন নেটিজেনরা। গ্রামগঞ্জের প্রতিকূলতা এবং আর্থিক সংকটকে উপেক্ষা করে। একটি পাঁচ ফুট দৈর্ঘ্যের এবং এক কেজি ওজনের প্লেন বানিয়েছেন সুমন। সময় লেগেছে প্রায় দেড় বছর। স্থানীয়ভাবে উপলব্ধ সব সরঞ্জাম ব্যবহার করে তৈরি করেছেন এই প্লেন। প্লেনটি বানাতে তার খরচ হয়েছে প্রায় ১২০০০ টাকা। জানলে অবাক হবেন যে প্রথম দুইবার আসেনি সফলতা।
advertisement
advertisement
তবে একটুও দমে না দিয়ে তৃতীয়বার পুনরায় চেষ্টা করে সকলকে তাক লাগিয়ে আকাশে উড়েছে থার্মোকলের প্লেন। ‘রাইট ব্রাদার্স’ তৈরি করেছিল এরোপ্লেন। আকাশে উড়েছিল এক বিরাট যানবাহন। তারপর থেকে মানব সভ্যতায় চলে আসে এক অভূতপূর্ব পরিবর্তন। দ্রুততার সঙ্গে বদলে যায় যোগাযোগ ব্যবস্থা। যে দূরত্ব স্থলপথের কিংবা জলপথে মাসের পর মাস লাগত, সেই দূরত্ব মাত্র কয়েক ঘন্টায় করে ফেলা সম্ভব আকাশপথে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উড়ন্ত যানবাহন নিয়ে একটি যথেষ্ট ফ্যান্টাসি রয়েছে বিজ্ঞান প্রেমীদের মধ্যে। সুমন সর্দার নিজে একজন বিজ্ঞান প্রেমী। মাছ রাখার শোলাগুলিকে কেটে তিনি একটি রিমোট কন্ট্রোল প্লেন বানিয়েছেন, যা মনে করিয়ে দিচ্ছে রাইট ব্রাদার্সের সেই অদম্য প্রচেষ্টাকে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 1:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: মাত্র ১২ হাজার টাকায় প্লেন! বাজপাখির মত উড়ল আকাশে! বাঁকুড়ার যুবকের কারনামা অবাক করল সকলকে
