Bankura News: হারিয়ে যাওয়া পুতুল নাচেই নতুন কারনামা দেখাচ্ছেন বাঁকুড়ার শিল্পী! নতুন নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছেন রাজ্য, দেশে

Last Updated:

বাঁকুড়া জেলার সোনামুখী থেকে আগত পুতুল নাচের এই দলটি প্রদর্শন করল একটি চমকপ্রদ পুতুল নাচ।

+
পুতুল

পুতুল নাচ

বাঁকুড়া: পুতুল একটি ‘ল্যাঙ্গুয়েজ’! কথাটা শুনতে অদ্ভুত লাগলেও ধৈর্য ধরুন, ব্যাখ্যা করছি। ধরুন যদি আপনাকে একটা পুতুল দেখাই, যেখানে একটি মা তার সন্তানকে কোলে নিয়ে বসে আছেন দুই পা শীতের রোদে ছড়িয়ে দিয়ে, মায়ের দুই পায়ের উপর অবস্থান করছে একটি কুলো! কি শুনে চেনা পরিচিত লাগল? এবার সেই পুতুলকেই যদি নাচানো যায় তাহলে তৈরি হয় এক মুখরোচক শিল্প। যা পল্লী বাংলায় বছরের পর বছর ধরে হয়ে আসছে। বাঁকুড়া শহর সংলগ্ন সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সন্ন্যাসী বাবার মেলায় দুর্দান্ত পুতুল নাচের মাধ্যমে উঠে এল নারী নিরাপত্তার গল্প!
১৪ বছর বয়স থেকে পুতুল নাচ করছেন প্রিয়ব্রত সিংহ। রাজ্যের বিভিন্ন জেলা ব্যতীত দেশের বিভিন্ন জায়গায় গিয়ে করেছেন পুতুল নাচ। যে নেশাটা শুরু হয়েছিল মাত্র কয়েক পয়সা দিয়ে, সেই নেশায় আজ তৈরি হয়েছে পুতুল নাচের একটি দল। কাজ করছেন সাত জন। বাঁকুড়া জেলার সোনামুখী থেকে আগত পুতুল নাচের এই দলটি প্রদর্শন করল একটি চমকপ্রদ পুতুল নাচ। সমাজ সচেতনতামূলক বার্তা ছড়িয়ে যায়, পুতুল নাচের মাধ্যমে।
advertisement
advertisement
পুতুল নাচ মানুষের মনে দাগ কাটে। দুটি পুতুলের ভঙ্গিমা, তাদের মধ্যে কার কথাবার্তা। নাচ গান আনন্দ, সব কিছুর সঙ্গে রয়েছে একটি সুন্দর মেসেজ। হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার আনন্দের প্রাচীন ঐতিহ্য পুতুল নাচ। এক সময় বাংলা সংস্কৃতির এই ঐতিহ্য সমাজে আলোড়ন সৃষ্টি করেছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন সেই পুতুল নাচের ঐতিহ্য বিলীন হতে বসেছে প্রায়। প্রতিটি বিলীন হয়ে যাওয়া লোকসংস্কৃতি এবং ঐতিহ্যপূর্ণ শিল্পচর্চাগুলির বেশিরভাগই এখনও জীবিত রয়েছে বাঁকুড়া জেলায়। পুতুল নাচ তার অন্যতম।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: হারিয়ে যাওয়া পুতুল নাচেই নতুন কারনামা দেখাচ্ছেন বাঁকুড়ার শিল্পী! নতুন নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছেন রাজ্য, দেশে
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement