Khudiram Mela: মাত্র ২০০ টাকা ধার করে সূত্রপাত ক্ষুদিরাম মেলার, আজ বাজেট ১০ লক্ষ টাকা! বর্ণময় আয়োজনের সম্ভারের ঠিকানা জানুন
- Reported by:Madan Maity
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Khudiram Mela: শুরু হল খাড় ক্ষুদিরাম মেলা, আট দিন ব্যাপী থাকছে জমজমাট আয়োজন।
মাত্র ২০০ টাকা জোগাড় করে গ্রামের তিন যুবক শুরু করেছিলেন মেলা। মেদিনীপুরের বীর সন্তানকে সম্মান জানাতে মেলার নাম রাখা হয় ‘ক্ষুদিরাম মেলা’। প্রায় দু’দশক আগে শুরু হওয়া এই মেলাই আজ জেলার অন্যতম পরিচিত মেলা হয়ে উঠেছে। এক সময় ছোট উদ্যোগ হলেও বর্তমানে লক্ষ লক্ষ টাকার বাজেটে বিশাল আয়োজন হয়। (তথ্য ও ছবি : মদন মাইতি)
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খাড় গ্রামে শুরু হয়েছে এই ক্ষুদিরাম মেলা। ২০০২ সালে এলাকার তিনজন যুবকের উদ্যোগে এই মেলার পথচলা শুরু হয়। সেই সময় তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন এলাকার এক প্রধান শিক্ষক। এবছর ২৪ বছরে পদার্পণ করল এই মেলা। ১৫ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত মোট আট দিন ধরে থাকছে নানা অনুষ্ঠান।
advertisement
advertisement
খাড় ক্ষুদিরাম মেলার সহ-সভাপতি অনীল দাস মহাপাত্র জানান, “মেদিনীপুরের বীর সন্তান ক্ষুদিরামের স্মৃতিকে ধরে রাখার লক্ষ্যেই এই মেলার ভাবনা। ২০০০ সালে পরিকল্পনা শুরু হয় এবং ২০০২ সালে প্রধান শিক্ষক কমল পণ্ডার সহযোগিতায় মেলা শুরু হয়। খাড় গ্রামের অরূপ গোস্বামী ও শেখ নাসির এরাই প্রথম এগিয়ে আসে আমার সঙ্গে। আজ নবীন প্রজন্মরাই প্রতিবছর ক্ষুদিরামের স্মৃতিতে এই মেলার আয়োজন করে।”
advertisement
সোমবার আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হয়। খাড় ক্ষুদিরাম ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে এই মেলা। এটি বর্তমানে জেলার অন্যতম বড় মেলা হিসেবে পরিচিত। শীতের মরসুমে গরম গরম জিলিপি, ফুচকা, চটপটি থেকে শুরু করে রকম জিভে জল আনা সব খাবারের দোকান। পাশাপাশি খেলনা, পোশাক ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানেও উপচে পড়ছে ভিড়।
advertisement
গ্রামের মহিলারা তাঁদের হাতের তৈরি নানা মনিহারি ও হস্তশিল্পের সামগ্রী নিয়ে মেলায় বসেছেন। এতে তাঁদের বাড়তি রোজগারের সুযোগও তৈরি হয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলা থেকেও বহু দর্শনার্থী এই মেলায় আসছেন। পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে এসে অনেকেই সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। (তথ্য ও ছবি : মদন মাইতি)









