তার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এন.আর.সি বিভাগের কর্মী। ঘটনা জানাজানি হতেই শনিবার রাত থেকেই এলাকার মানুষ ভিড় জমান বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও থানাতে। বান্দোয়ান থানার পুলিশ অভিযুক্তকে এন.আর.সি বিভাগের কর্মীকে গ্রেফতার করে। রবিবার সকালে অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
advertisement
এ বিষয়ে ওই নির্যাতিতা বলেন, প্রথম দিন তাকে ওষুধ দেওয়ার নাম করে হাসপাতালের এনামুল হক তার সঙ্গে শ্লীলতাহানি করেন। তিনি বাধা দেওয়ায় তাকে বলেন এ বিষয়ে কেউ কিছু জানতে পারবে না। এমনকি স্বাধীনতা দিবসের দিনেও মিষ্টি দেওয়ার নাম করে তার সঙ্গে শ্লীলতাহানি করে ওই অভিযুক্ত।
এ বিষয়ে ওই নির্যাতিতা মহিলা আরও বলেন, অভিযুক্ত এনামুল হক শুধুমাত্র তার সঙ্গে শ্লীলতাহানিই করেনি, তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তাই প্রথমে কিছুটা ভয় পেয়ে বিষয়টি চেপে গেলেও বার বার একই ঘটনা ঘটতে থাকায় তিনি এনামুল হকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন তিনি।
আর জি করের রেশ পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি রাজ্যবাসী। এখনও অভয়ার বিচারের দাবিতে পথে নামতে দেখা যাচ্ছে সাধারণ মানুষকে। এরই মধ্যে আবারও সরকারি স্বাস্থ্যকেন্দ্রে মহিলার শ্লীলতাহানি। আবারও হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন!