Vladimir Putin's Security: মলমূত্রের ব্রিফকেস থেকে পরমাণু স‍্যুটকেস! রাশিয়ার প্রেসিডেন্টকে কীভাবে রক্ষা করেন তাঁর নিরাপত্তারক্ষীরা? পুতিনের বডিগার্ডদের কাছে কী কী থাকে জানলে চমকে যাবেন

Last Updated:
Vladimir Putin's Security: পৃথিবীর অ‍ন‍্যতম শক্তিশালী ব‍্যক্তি তিনি। এককালে নিজেও ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা KGB-র এজেন্ট। নিজের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই পুতিন ভীষণ সতর্ক। 
1/12
মুখোমুখি বৈঠকে বিশ্বের মহা শক্তিধর দুই রাষ্ট্রনেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কার বৈঠকে নজর গোটা বিশ্বের। শক্তিশালী দুই রাষ্ট্রনেতার নিরাপত্তা কেমন থাকে? অনেকেরই কৌতূহল রয়েছে এ বিষয়ে। রাশিয়ার রাষ্ট্রনেতার নিরাপত্তা রক্ষার ব‍্যবস্থা জানলে অবাক হয়ে যাবেন।

মুখোমুখি বৈঠকে বিশ্বের মহা শক্তিধর দুই রাষ্ট্রনেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কার বৈঠকে নজর গোটা বিশ্বের। শক্তিশালী দুই রাষ্ট্রনেতার নিরাপত্তা কেমন থাকে? অনেকেরই কৌতূহল রয়েছে এ বিষয়ে। রাশিয়ার রাষ্ট্রনেতার নিরাপত্তা রক্ষার ব‍্যবস্থা জানলে অবাক হয়ে যাবেন।
advertisement
2/12
পৃথিবীর অ‍ন‍্যতম শক্তিশালী ব‍্যক্তি তিনি। এককালে নিজেও ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা KGB-র এজেন্ট। নিজের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই পুতিন ভীষণ সতর্ক। বিশ্বের অ‍ন‍্যান‍্য রাষ্ট্রনেতাদের চেয়ে পুতিনের নিরাপত্তা ব‍্যবস্থা কোথায় আলাদা?
পৃথিবীর অ‍ন‍্যতম শক্তিশালী ব‍্যক্তি তিনি। এককালে নিজেও ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা KGB-র এজেন্ট। নিজের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই পুতিন ভীষণ সতর্ক। 
advertisement
3/12
অত‍্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত কমান্ডোদের দল তাকে সবসময় ঘিরে রাখে। পুতিনের নিরপত্তারক্ষীরা নিজেদের বলে মাস্কেটিয়ার্স (Musketeers)। জানা যায়, এই মাস্কেটিয়ার্স রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস (FSO) এর স্পেশাল ইউনিটের কমান্ডো হয়ে থাকে।
অত‍্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত কমান্ডোদের দল তাকে সবসময় ঘিরে রাখে। পুতিনের নিরপত্তারক্ষীরা নিজেদের বলে মাস্কেটিয়ার্স (Musketeers)। জানা যায়, এই মাস্কেটিয়ার্স রাশিয়ার ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস (FSO) এর স্পেশাল ইউনিটের কমান্ডো হয়ে থাকে।
advertisement
4/12
পুতিনের প্রত‍্যেক সফরে তাঁকে ছায়ার মতো ঘিরে রাখে মাস্কেটিয়ার্সের দল। সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই মাস্কেটিয়ার্সদের কাছে থাকে বিভিন্ন ধরনের স‍্যুটকেস। এই স‍্যুটকেসগুলির কোনওটিতে থাকে মল-মূত্র, তো কোনওটিতে থাকে পরমাণু অস্ত্র!  (Photo: AP)
পুতিনের প্রত‍্যেক সফরে তাঁকে ছায়ার মতো ঘিরে রাখে মাস্কেটিয়ার্সের দল। সংবাদমাধ‍্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই মাস্কেটিয়ার্সদের কাছে থাকে বিভিন্ন ধরনের স‍্যুটকেস। এই স‍্যুটকেসগুলির কোনওটিতে থাকে মল-মূত্র, তো কোনওটিতে থাকে পরমাণু অস্ত্র!
(Photo: AP)
advertisement
5/12
মল-মূত্র স্যুটকেসপুতিন যেখানেই যান সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হয় তাঁর মলমূত্র! জানা যায়, স্বাস্থ‍্যের গোপন খবর কোনও ভাবেই বাইরে আসতে দিতে চাননা রাশিয়ার প্রেসিডেন্ট। তাই তাঁর মল-মূত্রও সুরক্ষিত রাখা হয়। যাতে কেউ তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে না পারে।
মল-মূত্র স্যুটকেস
পুতিন যেখানেই যান সেখান থেকে সংগ্রহ করে নেওয়া হয় তাঁর মলমূত্র! জানা যায়, স্বাস্থ‍্যের গোপন খবর কোনও ভাবেই বাইরে আসতে দিতে চাননা রাশিয়ার প্রেসিডেন্ট। তাই তাঁর মল-মূত্রও সুরক্ষিত রাখা হয়। যাতে কেউ তার স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে জানতে না পারে।
advertisement
6/12
পরমাণু স‍্যুটকেসপুতিনের নিরাপত্তারক্ষীদের কাছে থাকে আরও একটি বিশেষধরণের স‍্যুটকেস। একে চিগেট (Cheget) বলা হয়। জানা যায়, প্রথম এই ধরনের স্যুটকেস ১৯৮০ এর দশকে সোভিয়েত KGB তৈরি করেছিল। পরবর্তী সময়ে এই ধরনের স্যুটকেস এক কিলোটন বিস্ফোরক সমান ক্ষমতা রাখত, যা আধা মাইল এলাকা ধ্বংস করতে পারত।
পরমাণু স‍্যুটকেস
পুতিনের নিরাপত্তারক্ষীদের কাছে থাকে আরও একটি বিশেষধরণের স‍্যুটকেস। একে চিগেট (Cheget) বলা হয়। জানা যায়, প্রথম এই ধরনের স্যুটকেস ১৯৮০ এর দশকে সোভিয়েত KGB তৈরি করেছিল। পরবর্তী সময়ে এই ধরনের স্যুটকেস এক কিলোটন বিস্ফোরক সমান ক্ষমতা রাখত, যা আধা মাইল এলাকা ধ্বংস করতে পারত।
advertisement
7/12
আজকাল এর ক্ষমতা আরও বেড়েছে। এই স্যুটকেসে কমিউনিকেশন ডিভাইসও থাকে, যার একটি বোতাম চাপলেই মস্কোতে কমান্ড সেন্টারকে পারমাণবিক হামলার সবুজ সংকেত দেওয়া যায়।
আজকাল এর ক্ষমতা আরও বেড়েছে। এই স্যুটকেসে কমিউনিকেশন ডিভাইসও থাকে, যার একটি বোতাম চাপলেই মস্কোতে কমান্ড সেন্টারকে পারমাণবিক হামলার সবুজ সংকেত দেওয়া যায়।
advertisement
8/12
Ak-47 রাইফেলবডিগার্ডদের পাশাপাশি পুতিনের সুরক্ষার জন্য 'অদৃশ্য' সুরক্ষা বলয়ও তৈরি করা হয়। নিরাপত্তারক্ষীদের কাছে থাকে Ak-47 রাইফেলের মতো অত‍্যাধুনিক শক্তিশালী অস্ত্র।
Ak-47 রাইফেল
বডিগার্ডদের পাশাপাশি পুতিনের সুরক্ষার জন্য 'অদৃশ্য' সুরক্ষা বলয়ও তৈরি করা হয়। নিরাপত্তারক্ষীদের কাছে থাকে Ak-47 রাইফেলের মতো অত‍্যাধুনিক শক্তিশালী অস্ত্র।
advertisement
9/12
SR-1 ভিক্টর পিস্তলনির্বাচিত কম‍্যান্ডোরাই হয়ে থাকেন পুতিনের নিরাপত্তারক্ষী। এদের শারীরিক এবং মানসিকভাবে ভাঙা সহজ নয়। এই কমান্ডোরা তাদের সঙ্গে রাখেন SR-1 ভিক্টর পিস্তল। যার গুলি শক্তিশালী সুরক্ষা আবরণও ভেদ করতে পারে।
SR-1 ভিক্টর পিস্তল
নির্বাচিত কম‍্যান্ডোরাই হয়ে থাকেন পুতিনের নিরাপত্তারক্ষী। এদের শারীরিক এবং মানসিকভাবে ভাঙা সহজ নয়। এই কমান্ডোরা তাদের সঙ্গে রাখেন SR-1 ভিক্টর পিস্তল। যার গুলি শক্তিশালী সুরক্ষা আবরণও ভেদ করতে পারে।
advertisement
10/12
ট্যাঙ্ক-বিমান বিধ্বংসী অস্ত্র
পুতিনের নিরাপত্তা দল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকে। এর মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার এবং পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইলও থাকে।

ট্যাঙ্ক-বিমান বিধ্বংসী অস্ত্র
পুতিনের নিরাপত্তা দল ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকে। এর মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার এবং পোর্টেবল অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইলও থাকে।
advertisement
11/12
পুতিন যা কিছু খান, আগে তার পরীক্ষা করা হয়। ফুড টেস্টিং এক্সপার্ট তা চেখে দেখেন যাতে জানা যায় কোথাও বিষ ইত্যাদি আছে কিনা। ইলেকট্রনিক সার্ভিল্যান্সের জন্য প্রশিক্ষিত টেকনিশিয়ান সঙ্গে থাকে। যারা অত্যন্ত শক্তিশালী ডিজিটাল গ্যাজেট নিয়ে সজ্জিত থাকে।

পুতিন যা কিছু খান, আগে তার পরীক্ষা করা হয়। ফুড টেস্টিং এক্সপার্ট তা চেখে দেখেন যাতে জানা যায় কোথাও বিষ ইত্যাদি আছে কিনা। ইলেকট্রনিক সার্ভিল্যান্সের জন্য প্রশিক্ষিত টেকনিশিয়ান সঙ্গে থাকে। যারা অত্যন্ত শক্তিশালী ডিজিটাল গ্যাজেট নিয়ে সজ্জিত থাকে।
advertisement
12/12
প্রেসিডেন্ট পুতিন যেখানে যান, মাসখানেক আগে নিরাপত্তা দল সেই জায়গার খোঁজ নিতে পৌঁছে যায়। সেই জায়গায় জ্যামার লাগানো হয় যাতে রিমোট থেকে বিস্ফোরণ না করা যায়। পুতিন যে গাড়িতে থাকেন, তার আশপাশে একই ধরনের অনেক গাড়ি চলে যাতে চেনা না যায়।
প্রেসিডেন্ট পুতিন যেখানে যান, মাসখানেক আগে নিরাপত্তা দল সেই জায়গার খোঁজ নিতে পৌঁছে যায়। সেই জায়গায় জ্যামার লাগানো হয় যাতে রিমোট থেকে বিস্ফোরণ না করা যায়। পুতিন যে গাড়িতে থাকেন, তার আশপাশে একই ধরনের অনেক গাড়ি চলে যাতে চেনা না যায়।
advertisement
advertisement
advertisement