পুলিশ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে। বাড়ির তালা ভেঙে দেখেন বাড়ির ভিতরে খাটিয়া নীচে কাপড় ঢাকা অবস্থায় মহিলার মৃতদেহ পরে আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকার মানুষ ছুটে আসেন সেখানে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে।
advertisement
বাড়ি ভাড়াটিয়া তন্ময় বলেন, “আজ দু’ বছর আগে বৈদ্যনাথ পাত্র নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে থাকতে শুরু করে বাড়িতে। বাড়িতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই সময়ে ঝগড়া অশান্তি হত। অন্যান্য মাসের মত শুক্রবার সকালে বাড়ির ভাড়ার টাকা তিনি দিয়ে সাইকেলে করে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে যায়। পাশাপাশি লোকরা জিজ্ঞাসা করলে বলেন বউ বাপের বাড়ির গিয়েছে। এরপরে আমার সন্দেহ হওয়ায় আমি থানায় খবর দিই”। এই ঘটনা প্রসঙ্গে ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন, “ঘটনার তদন্ত চলছে, এই ঘটনায় মহিলার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে”।






