পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছেন চন্দ্রকোনার মলয় ঘোষ। চন্দ্রকোনার বাসিন্দা মলয় ঘোষ, পেশায় একজন অভিজ্ঞ সাপ উদ্ধারকারী। ওয়াইল্ড লাইফ রেসকিউয়ার টিমের সক্রিয় সদস্য তিনি। সাপ দেখার খবর পেলেই মুহূর্তে ছুটে যান যে কোনও এলাকায়।
advertisement
জঙ্গল, গ্রাম, বাড়ি বা দোকান যেখানে সাপ ঢুকে পড়ে সেখানেই ডাক পড়ে তার। ইতিমধ্যেই হাজার হাজার সাপ উদ্ধার করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। স্থানীয়রা তাকে ‘সর্পবন্ধু’ বলেই চেনেন।
নিছক উদ্ধার করাই তাঁর কাজ নয় উদ্ধার করা সাপ নিরাপদে বনদফতরের মাধ্যমে আবার জঙ্গলে ছেড়ে দেওয়াই তাঁর লক্ষ্য। প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করলেও তাঁর একটাই উদ্দেশ্য, মানুষ এবং সাপ দু’জনকেই বাঁচানো। সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় সচেতনতাই যে একমাত্র অস্ত্র সেই বার্তা নিয়ে মলয় ঘোষ পৌঁছে যাচ্ছেন জঙ্গলমহলের স্কুলে স্কুলে এবং গ্রাম থেকে গ্রামে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কী করলে সাপে কামড়ানো রোধ করা যায়, সাপ দেখে কী করবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ সাপ কামড়ালে কী করণীয় এসব নিয়েই চলছে সচেতনতা কর্মসূচি। তিনি পরিষ্কারভাবে জানাচ্ছেন, সাপ কামড়ালে ওঝা বা গুনিনের কাছে নয়, দ্রুত সরকারি হাসপাতালে সাপের অ্যান্টিভেনম নেওয়াই একমাত্র সঠিক চিকিৎসা। সময় নষ্ট করলে প্রাণহানি বাড়তে পারে।
মলয় ঘোষের এই উদ্যোগে বহু মানুষ এখন সচেতন। গ্রামাঞ্চলে কমছে কুসংস্কার এবং বাড়ছে নিরাপত্তাবোধ।





