East Medinipur News: বয়স আশি ছুঁই ছুঁই, কণ্ঠে তারুণ্য! প্রবীণ সঙ্গীত শিল্পীর গানের গলায় মুগ্ধ দর্শকরা, এক ডাকে এগরা চেনে হেমন্তবাবুকে

Last Updated:

East Medinipur News: আশির কোঠায় দাঁড়িয়েও সুরের জাদু। এখনও তার গানে মুগ্ধ হন দর্শকরা। এগরার হেমন্ত মাইতির কাছে বয়স যেন কেবলই সংখ্যা মাত্র। হারমোনিয়াম হাতে মঞ্চ মাতাতে তাঁর জুড়ি মেলা ভার।

+
হেমন্ত

হেমন্ত মাইতি

এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বয়স আশি ছুঁই ছুঁই। কিন্তু গানের গলা শুনলে মুগ্ধ হবেন আপনিও। এখনও এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান হলে সঙ্গীত শিল্পী হিসেবে ডাক পড়ে তার। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেশাত্মবোধক গান গেয়ে মুগ্ধ করেছিলেন মহকুমা শাসককে। জিতেছিলেন পুরস্কারও।
বহু গানের সুরকার তিনি। কোথাও অনুষ্ঠান হলেই এই বয়সেও হাতে হারমোনিয়াম নিয়ে পৌঁছে যান তিনি। বয়সটা তার কাছে শুধুমাত্র সংখ্যা। গলা এখনও তার সেই ছোটোবেলার মতোই। কচিকাঁচাদের সংগীতগুরু হিসেবেও সম্মান পান তিনি। বাড়িতেই প্রতিদিন গান শিখিয়ে চলেছেন ছোটদের।
আরও পড়ুনঃ চালু হল কান্দি মহকুমা হাসপাতালের নতুন ভবন! ১৫০টির বেশি বেড, উন্নত শিশু বিভাগ, জরুরি চিকিৎসাতেও আর ভোগান্তি নেই
পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাসিন্দা হেমন্ত মাইতি। দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতা করেছেন গোপালপুর ইউনিয়ন রাখাল বিদ্যালয়ে। শিক্ষকতার পাশাপাশি গান, সুর, লেখা – সব মিলিয়ে তিনি ছিলেন বহুমুখী প্রতিভার মানুষ। আশি বছর বয়সেও তার গানের উচ্ছ্বাস কমেনি এতটুকুও। এলাকায় যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলে আয়োজকরা সবার আগে তার কথাই ভাবেন। তার গলার স্বর এখনও শক্ত, পরিষ্কার এবং আবেগে ভরা। তাই শ্রোতারা আজও তার গানে মুগ্ধ হন। শিক্ষকতার পাশেপাশি গোপালপুরে সংগীত স্কুল শুরু করেছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গ্রামে গ্রামে চন্দ্রবোড়ার উপদ্রবে চিন্তায় মানুষ! বাড়ছে মৃত্যুর হার, সাপ কামড়ালে তৎক্ষণাৎ কী করবেন জানাচ্ছে ‘সর্পবন্ধু’
তবে হেমন্ত বাবুর জীবনের পথটা সহজ ছিল না। সাধারণ কৃষক পরিবারের সন্তান তিনি। ছোটবেলায় পড়াশোনার সুযোগ খুব কমই মিলেছিল। ষষ্ঠ শ্রেণিতে প্রথম হয়েও বন্ধ হয়ে যায় পড়াশোনা। সংসারের অভাবে মাঠে নেমে পড়তে হয় কাজ করতে। জীবনের সেই কঠিন সময়েও গান আর পড়াশোনার প্রতি টান কমেনি। ভাগ্য ফেরে এলাকার এক উদার মনের শিক্ষকের কারণে। তিনি চিনতে পারেন হেমন্তর প্রতিভা। আবার স্কুলে ভর্তি করান তাকে। সেখান থেকেই শুরু হয় তার উত্থানের পথ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আজ তিনি এলাকার সংস্কৃতি মানচিত্রের সবচেয়ে পরিচিত মুখ। গানের পাশাপাশি লেখালেখিতেও সমান পারদর্শী হেমন্ত মাইতি। গল্প, কবিতা – তার কলমে উঠে আসে ছোট ছোট জীবনের ছবি। আশি বছর বয়সেও তিনি লেখেন অবিরাম। এই বয়সেও তিনি যেমন নিজে গান করেন, তেমনই শেখানও। কচিকাঁচাদের সঙ্গীত গুরু তিনি। এখন বাড়িতেই শুরু করেছেন সংগীত স্কুল। এলাকায় কোনও অনুষ্ঠান হলে সবার আগে সংগীতশিল্পী হিসেবে ডাক আসে তার কাছে। তার গানের জাদুতে মুগ্ধ করেন সবাইকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: বয়স আশি ছুঁই ছুঁই, কণ্ঠে তারুণ্য! প্রবীণ সঙ্গীত শিল্পীর গানের গলায় মুগ্ধ দর্শকরা, এক ডাকে এগরা চেনে হেমন্তবাবুকে
Next Article
advertisement
Kolkata Metro Special Service: আগামী রবিবার মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন!
আগামী রবিবার মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন!
  • পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২৩-এর প্রার্থীদের সুবিধার্থে, মেট্রো রেলওয়ে ০৭.১২.২০২৫ (রবিবার) ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে।

VIEW MORE
advertisement
advertisement