North 24 Parganas News: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রক্ষায় ৫০০ ফুট আলপনা, বসিরহাটে মহাযজ্ঞ! ফুটবল কাপ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

Last Updated:

North 24 Parganas News: বসিরহাটের তেতুলিয়া রোডে তেতুলিয়া বাজার থেকে বল ফিল্ড পর্যন্ত প্রায় ৫০০ ফুট লম্বা রাস্তাজুড়ে আঁকা হল রঙিন আলপনা। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রক্ষায় অনন্য উদ্যোগ।

+
বল্লির

বল্লির বিল রক্ষায় ৫০০ ফুট আলপনা

স্বরূপনগর, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বল্লির বিল রক্ষায় ৫০০ ফুট আলপনা। উৎসবে ফুটবল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলাশয় উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকায় কয়েক হাজার বিঘা জমি জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্তে এই বল্লির বিলকে বাঁচানোর আর্জি নিয়ে বসিরহাট মহাকুমার স্বরূপনগরে তেতুলিয়ায় আয়োজন করা হল বল্লির বিল ফুটবল কাপ ২০২৫।
তেতুলিয়া টাইগার্স ক্লাব ও ছাত্র যুবদের উদ্যোগে এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ফুটবল প্রতিযোগিতা ছাড়াও দিনভর ছিল ম্যারাথন দৌড়, সঙ্গীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
আরও পড়ুনঃ বয়স আশি ছুঁই ছুঁই, কণ্ঠে তারুণ্য! প্রবীণ সঙ্গীত শিল্পীর গানের গলায় মুগ্ধ দর্শকরা, এক ডাকে এগরা চেনে হেমন্তবাবুকে
সব কিছুর মধ্যেও নজর কাড়ে এক অনন্য উদ্যোগ। বসিরহাটের সংগ্রামপুর তেতুলিয়া রোডে তেতুলিয়া বাজার থেকে বল ফিল্ড পর্যন্ত পর্যন্ত প্রায় পাঁচশো ফুট লম্বা রাস্তাজুড়ে আঁকা হল রঙিন আলপনা। স্থানীয় মহিলারাই নিজেদের হাতের ছোঁয়ায় এই আলপনা সাজিয়ে তুলেছেন। তাদের কথায়, এই আলপনার প্রতিটি নকশার মধ্যেই ধরা আছে স্থানীয় কৃষ্টি, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষার বার্তা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের দাবি, বল্লির বিল শুধু একটি বিল নয়, এটি এলাকার পরিবেশগত ভারসাম্যের অন্যতম স্তম্ভ। জলজ প্রাণী, পাখি ও আশপাশের জৈববৈচিত্র্য রক্ষায় বিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই কারণেই বিলকে বাঁচানোর প্রয়োজনীয়তা তুলে ধরতেই এমন সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল মাঠ থেকে রঙিন আলপনা – প্রতি পদক্ষেপে প্রতিফলিত হয়েছে একটাই বার্তা, বল্লির বিলকে বাঁচাতে হবে। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যোগে শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জলাশয় রক্ষায় ৫০০ ফুট আলপনা, বসিরহাটে মহাযজ্ঞ! ফুটবল কাপ, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
Next Article
advertisement
Kolkata Metro Special Service: আগামী রবিবার মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন!
আগামী রবিবার মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন!
  • পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২৩-এর প্রার্থীদের সুবিধার্থে, মেট্রো রেলওয়ে ০৭.১২.২০২৫ (রবিবার) ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে।

VIEW MORE
advertisement
advertisement