Automated Weather Station: নিখুঁতভাবে দেওয়ালে লেখা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস! পুরুলিয়ায় আজিম প্রেমজির অভিনব পরিষেবা, উপকারে মালামাল স্থানীয় চাষিরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SHANTONU DAS
Last Updated:
Purulia Automated Weather Station: স্বয়ংক্রিয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি আজ পাহাড়পুরের কৃষিজীবী মানুষের কাছে হয়ে উঠেছে এক নির্ভরতার প্রতীক।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের প্রত্যন্ত গ্রাম পাহাড়পুরে থাকা স্বয়ংক্রিয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র এখন গ্রামের কয়েকশো কৃষিজীবী মানুষের ভরসাস্থল হয়ে উঠেছে। আধুনিক এই যন্ত্রটি প্রতিদিন সংগ্রহ করছে এলাকার আবহাওয়ার সঠিক তথ্য, আর সেই তথ্যই সুন্দরভাবে গ্রামের একটি দেওয়ালে লিখে রাখছেন গ্রামের স্বনির্ভর দলের মহিলা প্রতিমা টুডু। যন্ত্রের পাশের দেওয়ালে লিখে রাখা হচ্ছে আগামী পাঁচ দিনের বিস্তারিত পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আজিম প্রেমজির DRCSC –র উদ্যোগে ২০২২ সালে পাহাড়পুরে বসানো এই স্বয়ংক্রিয় আবহাওয়া কেন্দ্রটি আজ বদলে দিয়েছে গ্রামের কৃষিকাজের সমগ্র ছন্দ।
ফলে গ্রামের কৃষকরা যেমন সহজেই বুঝতে পারছেন কখন বৃষ্টি হবে, কখন রোদ থাকবে বা কোন সময়ে ফসলের যত্ন নেওয়া জরুরি, তেমনই প্রাকৃতিক বদলের আগে থেকেই তারা নিতে পারছেন প্রয়োজনীয় সতর্কতা। উন্নত ও বিজ্ঞানসম্মত চাষের পথে এটি একটি বড় সহায়ক হয়ে উঠেছে।
advertisement
advertisement
প্রত্যন্ত এই গ্রামে অধিকাংশ মানুষেরই যেহেতু অ্যান্ড্রয়েড ফোন বা ইন্টারনেট সুবিধা নেই, তাই স্বয়ংক্রিয় এই আবহাওয়া যন্ত্রটিই এখন তাদের জন্য নির্ভরযোগ্য একমাত্র মাধ্যম। গ্রামের মাঠ, ঘাট, বাড়িঘর, সবকিছুই আজ আবহাওয়া সচেতন কৃষিকাজের ছন্দে বদলে যাচ্ছে এই ছোট্ট কেন্দ্রটিকে ঘিরে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
গ্রামের স্বনির্ভর দলের মহিলা প্রতিমা টুডু জানান, “বিগত ২০২২ সাল থেকে পাহাড়পুর গ্রামে এই স্বয়ংক্রিয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি কার্যক্রম শুরু করেছে। আগাম আবহাওয়ার পূর্বাভাস পাওয়ায় গ্রামবাসীরা অনেকটাই উপকৃত হচ্ছেন।” স্বয়ংক্রিয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রটি তাই আজ পাহাড়পুরের কৃষিজীবী মানুষের কাছে হয়ে উঠেছে এক নির্ভরতার প্রতীক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
December 05, 2025 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Automated Weather Station: নিখুঁতভাবে দেওয়ালে লেখা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস! পুরুলিয়ায় আজিম প্রেমজির অভিনব পরিষেবা, উপকারে মালামাল স্থানীয় চাষিরা
