তেতুলিয়া টাইগার্স ক্লাব ও ছাত্র যুবদের উদ্যোগে এই টুর্নামেন্ট ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। ফুটবল প্রতিযোগিতা ছাড়াও দিনভর ছিল ম্যারাথন দৌড়, সঙ্গীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
সব কিছুর মধ্যেও নজর কাড়ে এক অনন্য উদ্যোগ। বসিরহাটের সংগ্রামপুর তেতুলিয়া রোডে তেতুলিয়া বাজার থেকে বল ফিল্ড পর্যন্ত পর্যন্ত প্রায় পাঁচশো ফুট লম্বা রাস্তাজুড়ে আঁকা হল রঙিন আলপনা। স্থানীয় মহিলারাই নিজেদের হাতের ছোঁয়ায় এই আলপনা সাজিয়ে তুলেছেন। তাদের কথায়, এই আলপনার প্রতিটি নকশার মধ্যেই ধরা আছে স্থানীয় কৃষ্টি, সংস্কৃতি এবং পরিবেশ রক্ষার বার্তা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের দাবি, বল্লির বিল শুধু একটি বিল নয়, এটি এলাকার পরিবেশগত ভারসাম্যের অন্যতম স্তম্ভ। জলজ প্রাণী, পাখি ও আশপাশের জৈববৈচিত্র্য রক্ষায় বিলের ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই কারণেই বিলকে বাঁচানোর প্রয়োজনীয়তা তুলে ধরতেই এমন সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল মাঠ থেকে রঙিন আলপনা – প্রতি পদক্ষেপে প্রতিফলিত হয়েছে একটাই বার্তা, বল্লির বিলকে বাঁচাতে হবে। স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ ও উদ্যোগে শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয় এই অনুষ্ঠান।





