শিয়ালদহ-লালগোলার মধ্যে চলবে মেমু রেক, সিদ্ধান্ত থেকে পিছু হঠল শিয়ালদহ ডিভিশন, নয়া মেমু রেক পাচ্ছেন যাত্রীরা
- Published by:Sanjukta Sarkar
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: শিয়ালদহ-লালগোলা সেকশনে ট্রেন চালাতে গিয়ে শাঁখের করাত অবস্থা হয়েছিল ডিভিশনের। হাতে ছিল না পর্যাপ্ত মেমু রেক। ২২৭ কিলোমিটার ট্রেন চালাতে গিয়ে হাঁসফাঁস অবস্থা রেলের। নিয়ম বলছে ১৫০ কিমি বেশি দূরত্বে ট্রেন চালাতে গেলে প্রয়োজন মেমু রেক। কারণ যাত্রীদের জন্য শৌচালয়ের ব্যবস্থা থাকবে৷
advertisement
advertisement
advertisement
শেষমেশ ইএমইউ চালানোর সিদ্ধান্ত বাতিল করে ফের মেমু’তে ফিরছে শিয়ালদহ ডিভিশন।এবারেই মহা ফাঁপড়ে পড়েছিল রেল, কারণ পর্যাপ্ত মেমু রেক তাদের হাতে ছিল না। চারটি মেমু রেক কুম্ভ মেলার জন্য নিয়ে যাওয়া হয় উত্তরপ্রদেশে। শিয়ালদহ ডিভিশনে সংস্কারের কাজ চলছিল একটা মেমু রেকের। শিয়ালদহ থেকে সিউড়ি চলছে একটি মেমু রেক। শিয়ালদহ ও গোড্ডার মধ্যে চালানো হচ্ছে দুটি মেমু রেক।
advertisement
শিয়ালদহ-লালগোলার মধ্যে চালানোর জন্য মেমু রেক পাওয়া যাবে কীভাবে? তা নিয়েই কালঘাম ছোটে ডিভিশনের। শিয়ালদহ ডিভিশনের আধিকারিকরা জানাচ্ছেন, পরিষেবা যথাযথ রাখতে তাদের তরফ থেকে সমস্ত চেষ্টা করা হচ্ছে। যথাযথ ভাবে ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। মেমু রেকের অভাব যখন ছিল না, তখন শিয়ালদহ থেকে লালগোলা অবধি ১৮টি পরিষেবা ছিল।চারটি বা পাঁচটি রেক দিয়ে এই পরিষেবা দেওয়া হত।
advertisement
