Hooghly News: স্ত্রী ছেড়ে যাওয়ার পর ডুবেছিলেন নেশায়! বাড়ির ভিতর থেকে স্বামীর পচাগলা দেহ উদ্ধার, হুগলিতে হাড়হিম করা কাণ্ড

Last Updated:

Hooghly News: এই ঘটনায় মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। মা-বোন একই বাড়ির নীচের তলায় থাকলেও কোনও পচা গন্ধ পেল না? ছেলের খোঁজও বা কেন করেননি তাঁরা? উপরের ঘরে একজন মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন, সেটা কি কেউ ঘুণাক্ষরেও টের পায়নি?

বাড়িতে দেহ উদ্ধারের পর প্রতিবেশীদের ভিড়
বাড়িতে দেহ উদ্ধারের পর প্রতিবেশীদের ভিড়
হুগলি, কৌশিক অধিকারীঃ হুগলির উত্তরপাড়ার এক বাড়ি থেকে এক ব্যক্তির অর্ধনগ্ন, রক্তাক্ত, পচাগলা মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন ব্যাপক দুর্গন্ধে বেরোলে বিষয়টি সামনে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তরপাড়া থানার পুলিশ। উত্তরপাড়া অমরনাথ ব্যাঙ্ক কলোনি এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম মনোরঞ্জন বসাক। বয়স আনুমানিক ৪৬ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির উপরের তলায় থাকতেন মনোরঞ্জন। নীচের তলায় মনোরঞ্জনের মা, বিবাহিত বোন নিজের পরিবার নিয়ে বসবাস করতেন। এলাকা সূত্রে জানা যাচ্ছে, মনোরঞ্জনবাবু ভীষণ নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কয়েক মাস আগে স্ত্রীয়ের সঙ্গেও তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর নেশার পরিমাণ আরও বেড়ে যায় বলে খবর।
advertisement
আরও পড়ুনঃ পাইপ লাইনের কাজের পর রাস্তা বেহাল! সাতসকালে দুর্ঘটনার কবলে মেডিক্যাল পড়ুয়াবোঝাই বাস, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
স্ত্রী বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকে একাই থাকতেন মনোরঞ্জনবাবু। তাঁর মা বলেন, ‘ছেলে মাঝেমধ্যেই ঘর বন্ধ করে একা থাকত। গত রবিবার ছেলেকে শেষবার খেতে দিয়েছিলাম।’
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় মাথাচাড়া দিয়েছে বেশ কিছু প্রশ্ন। মা-বোন একই বাড়ির নীচের তলায় থাকলেও কোনও পচা গন্ধ পেল না? ছেলের খোঁজও বা কেন করেননি তাঁরা? উপরের ঘরে একজন মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন, সেটা কি কেউ ঘুণাক্ষরেও টের পায়নি? ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যু নাকি খুন সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: স্ত্রী ছেড়ে যাওয়ার পর ডুবেছিলেন নেশায়! বাড়ির ভিতর থেকে স্বামীর পচাগলা দেহ উদ্ধার, হুগলিতে হাড়হিম করা কাণ্ড
Next Article
advertisement
Kolkata Metro Special Service: আগামী রবিবার মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন!
আগামী রবিবার মেট্রোর ব্লু এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা, চলবে অতিরিক্ত ট্রেন!
  • পশ্চিমবঙ্গ জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, ২০২৩-এর প্রার্থীদের সুবিধার্থে, মেট্রো রেলওয়ে ০৭.১২.২০২৫ (রবিবার) ব্লু লাইন এবং গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে।

VIEW MORE
advertisement
advertisement