Jalpaiguri Bus Accident: পাইপ লাইনের কাজের পর রাস্তা বেহাল! সাতসকালে দুর্ঘটনার কবলে মেডিক্যাল পড়ুয়াবোঝাই বাস, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা

Last Updated:

Jalpaiguri Bus Accident: অভিযোগ, রাতে এই রাস্তায় জল প্রকল্পের পাইপ লাইনের কাজ হয়েছে। ঠিকাদার সংস্থা রাস্তা ভরাট করে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ডাক্তারি পড়ুয়ারা।

গর্তে বসে গিয়েছে বাসের চাকা
গর্তে বসে গিয়েছে বাসের চাকা
জলপাইগুড়ি, শান্তনু করঃ সাতসকালে জলপাইগুড়ি শহরে দুর্ঘটনা। আচমকা গর্তের মধ্যে বসে গেল পড়ুয়াবোঝাই বাসের চাকা। অল্পের জন্য বড়সড় বিপদ থেকে রক্ষা পান সকলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
জানা যাচ্ছে, এদিন সকালে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে নিয়ে হস্টেল থেকে কলেজের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন রাস্তায় আসতেই দুর্ঘটনা ঘটে। আচমকা গর্তের মধ্যে বসে যায় বাসের চাকা। কাত হয়ে যায় বাসের একটি অংশ।
আরও পড়ুনঃ গঙ্গাসাগর মেলার প্রস্তুতির মাঝেই জোর ঝটকা! স্থানীয়রা বিক্ষোভ করতেই মন্ত্রীর নজরে এল সব, সঙ্গে সঙ্গে কাজ বন্ধের নির্দেশ
অভিযোগ, রাতে এই রাস্তায় জল প্রকল্পের পাইপ লাইনের কাজ হয়েছে। ঠিকাদার সংস্থা রাস্তা ভরাট করে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ডাক্তারি পড়ুয়ারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ট্রাফিক পুলিশের কর্মীরা।
advertisement
advertisement
এদিনই জলপাইগুড়ি শহরে আরও একটি দুর্ঘটনা ঘটে। টোটো রিক্সাকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়ে পুলকার। আহত হন একজন ছাত্র। তাঁর কানের পাশে সামান্য আঘাত লেগেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। শুক্রবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন শিরিশ তলার কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। এরপর ফের ভ্যান গাড়িকে পুলকার হিসেবে ব্যবহার করা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri Bus Accident: পাইপ লাইনের কাজের পর রাস্তা বেহাল! সাতসকালে দুর্ঘটনার কবলে মেডিক্যাল পড়ুয়াবোঝাই বাস, অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা
Next Article
advertisement
কর্মী সঙ্কট এবং প্রযুক্তিগত ত্রুটি... পরপর ফ্লাইট বাতিল, ডিজিসিএ-র বৈঠকে নতুন এফটিডিএল নিয়ম! ক্রু-পরিকল্পনার ত্রুটির কথা উল্লেখ বিমান সংস্থার
পরপর ফ্লাইট বাতিল, ক্ষমা চাইল ইন্ডিগো! ক্রু-পরিকল্পনার ত্রুটির কথা উল্লেখ বিমান সংস্থার
  • ইন্ডিগো প্রতিদিন ১৭০-২০০টি ফ্লাইট বাতিল করছে

  • যাত্রীদের দুর্ভোগ বাড়ছে

  • ডিজিসিএ এবং MoCA ইন্ডিগোর পরিস্থিতির উপর নজর রাখছে

VIEW MORE
advertisement
advertisement