জানা যায়, এদিন গ্রামের দু’টি মাটির বাড়িতে আগুন লাগে। দীপাবলির সন্ধ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অধ্যুষিত খাজরা গ্রাম পঞ্চায়েতের বড়চাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।
advertisement
জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার বড়চাটি গ্রামের বাসিন্দা সুরেন্দ্রনাথ মাইতি ও সর্বেশ্বর মাইতির বাড়িতে আচমকাই এদিন সন্ধ্যায় আগুন লাগে। স্থানীয়দের অনুমান, আতশবাজি থেকেই মাটির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও কী কারণে এই আগুন লাগল, তা নিয়ে ধন্দে রয়েছেন সকলে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সন্ধ্যায় এই আগুন লাগে। বাড়িতে আগুন জ্বলতে দেখে বাড়ির সকলে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির অনেক অংশ। ভস্মীভূত হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। দীপাবলির সন্ধ্যায় এক দিকে যখন আনন্দ উৎসব ও আলোর উৎসবে মেতেছেন সকলে, তখন এই গ্রামে বিষাদের সুর। আলোর উৎসবের মাঝে পুড়ে ছাই গোটা ঘর। ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ। যৌথভাবে দমকল এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে।