TRENDING:

দীপাবলির আনন্দের মাঝে অঘটন! কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ

Last Updated:

West Medinipur News: অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির অনেক অংশ। ভস্মীভূত হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। দীপাবলির সন্ধ্যায় এক দিকে যখন আনন্দ উৎসব ও আলোর উৎসবে মেতেছেন সকলে, তখন এই গ্রামে বিষাদের সুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেশিয়াড়ি, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ আনন্দের উৎসব দীপাবলির মাঝে বিষাদের সুর। গোটা রাজ্য যখন আলোর উৎসবে মাতোয়ারা, তখনই পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের এক প্রত্যন্ত গ্রামে ঘটে গেল দুর্ঘটনা। বীভৎসতার কারণে ছুটে আসতে হল দমকলকেও। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পুলিশ প্রশাসন এবং দমকলের তৎপরতায় বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
advertisement

জানা যায়, এদিন গ্রামের দু’টি মাটির বাড়িতে আগুন লাগে। দীপাবলির সন্ধ্যায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল অধ্যুষিত খাজরা গ্রাম পঞ্চায়েতের বড়চাটি গ্রামে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুনঃ বুড়ো কালী বনাম জোয়ান কালী! মুখোমুখি দুই আদ্যাশক্তি, গায়ের লোম খাড়া হওয়ার মতো দৃশ্য, একবার হলেও দেখে আসুন ‘এই’ পুজো

advertisement

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার খাজরা গ্রাম পঞ্চায়েত এলাকার বড়চাটি গ্রামের বাসিন্দা সুরেন্দ্রনাথ মাইতি ও সর্বেশ্বর মাইতির বাড়িতে আচমকাই এদিন সন্ধ্যায় আগুন লাগে। স্থানীয়দের অনুমান, আতশবাজি থেকেই মাটির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও কী কারণে এই আগুন লাগল, তা নিয়ে ধন্দে রয়েছেন সকলে।

View More

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার সন্ধ্যায় এই আগুন লাগে। বাড়িতে আগুন জ্বলতে দেখে বাড়ির সকলে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। প্রাথমিকভাবে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকলে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে বাড়ির অনেক অংশ। ভস্মীভূত হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র। দীপাবলির সন্ধ্যায় এক দিকে যখন আনন্দ উৎসব ও আলোর উৎসবে মেতেছেন সকলে, তখন এই গ্রামে বিষাদের সুর। আলোর উৎসবের মাঝে পুড়ে ছাই গোটা ঘর। ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ। যৌথভাবে দমকল এবং পুলিশ তদন্ত শুরু করেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দীপাবলির আনন্দের মাঝে অঘটন! কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি, বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল