Accident: কালীপুজোর রাতে পাঁশকুড়ায় বাইক দুর্ঘটনা, মৃত ১, গুরুতর আহত ৩
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Accident: দীপাবলীর রাতে পাঁশকুড়া মেচগ্রাম রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় এক বাইক চালকের। আহত হয় তিন যুবক।
পাঁশকুড়া: দীপাবলীর রাতে পাঁশকুড়া মেচগ্রাম রাজ্য সড়কের ওপর দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু হয় এক বাইক চালকের। আহত হয় তিন যুবক।
আরও পড়ুনঃ সারা দেশে বাজির দৌরত্ম্য, গ্যাস চেম্বারে পরিণত দিল্লি ! ‘কলকাতাতে অনেকটাই কম দূষণ…’ জানালেন সিপি
পাঁশকুড়া বনমালী কলেজ থেকে মেচোগ্রাম আসার সময় দুটি বাইক দুর্ঘটনা কবলে পড়ে। ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয়। তিনজনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে, পরে তমলুক মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কজনক।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের পালপাড়া মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কের পাশের একটি দোকানের সামনে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন সুজিত মাহাতো। সেই সময় দ্রুত গতিতে আসা একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মেরে সোজা দোকানে ঢুকে গিয়ে উল্টে যায়। গুরুতর জখম হন ওই সুজিত মাহাতো। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দোকানে লাগানো সিসি ক্যামেরায় ধরা পড়ে দুর্ঘটনার মুহূর্তের চিত্র।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2025 12:21 PM IST