Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার, উত্তর ২৪ পরগনা থেকে মেদিনীপুর ভাসছে আলোর জোয়ারে

Last Updated:

দীপাবলির সন্ধ্যায় দিঘা জগন্নাথ মন্দিরের সঙ্গে মিলে গেল নৈহাটির বড়মা। ভিডিও কলের মাধ্যমে দিঘা জগন্নাথ মন্দির থেকে ভোগ অর্পণ করা হয় নৈহাটির বড়মাকে। আর সেই মহেন্দ্রক্ষণ দিঘা ও নৈহাটির মানুষজনের কাছে হর্ষ উল্লাসে পরিণত হল।

+
দিঘা

দিঘা জগন্নাথ মন্দির থেকে বড়মাকে অর্পণ করা হচ্ছে

দিঘা, সৈকত শী: সোমবার দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে দীপাবলি। দীপান্বিতা অমাবস্যার এই মহেন্দ্র তিথিতে বাংলাজুড়ে শুরু হয়েছে কালীপুজো। আর সেই কালীপুজোর উৎসবে বাদ যায়নি দিঘার জগন্নাথ ধাম। দিঘা জগন্নাথ ধামে এবছর সর্ব প্রথম আড়ম্বরের সঙ্গেই পালিত হচ্ছে দীপাবলি। আর সেই দীপাবলির সন্ধ্যায় দিঘা জগন্নাথ মন্দিরের সঙ্গে মিলে গেল নৈহাটির বড়মা। এই যোগসূত্র স্থাপন হল সম্পূর্ণ প্রযুক্তির মাধ্যমে।
আরও পড়ুনঃ সারা দেশে বাজির দৌরত্ম‍্য, গ্যাস চেম্বারে পরিণত দিল্লি ! ‘কলকাতাতে অনেকটাই কম দূষণ…’ জানালেন সিপি
ভিডিও কলের মাধ্যমে দিঘা জগন্নাথ মন্দির থেকে ভোগ অর্পণ করা হয় নৈহাটির বড়মাকে। আর সেই মহেন্দ্রক্ষণ দিঘা ও নৈহাটির মানুষজনের কাছে হর্ষ উল্লাসে পরিণত হল। দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায় মিলে গেল রাজ্যের দুই তীর্থক্ষেত্র। ভিডিও কলের মাধ্যমে দিঘা জগন্নাথ দেবের ভোগ পৌঁছে গেল নৈহাটির বড়মার কাছে। সোমবার সন্ধ্যায় এক অপরূপ মহেন্দ্রক্ষণের সাক্ষ্মী থাকলেন দিঘা ও নৈহাটির মানুষজনেরা। উল্লেখ্য, জগন্নাথ দেবের ভোগ সর্বপ্রথম দেবী বিমলাকে অর্পনের রীতি রয়েছে।
advertisement
মা বিমলাকে ভোগ অর্পনের পরেই জগন্নাথের ভোগ মহাপ্রসাদে পরিণত হয়। মা কালী হলেন দেবী বিমলার অপর আরেক রূপ। তাই সোমবার সন্ধ্যায় সর্বপ্রথম নৈহাটির বড়মাকে ভোগ অর্পণ করা হয়। এদিন এই আধ্যাত্মিক সংযোগের সাক্ষ্মী থাকতে বহুদূরান্তের ভক্তরা ভিড় জমান দিঘা জগন্নাথ ধামে। ধনতেরাসের দিন থেকেই দিঘা জগন্নাথ ধামে বিশেষ পুজো পাঠ শুরু হয়েছে। সোমবার অমাবস্যা তিথিতে সেই পুজোয় নৈহাটির বড়মার উপস্থিতি এক বিশেষ মাত্রা নেয়।
advertisement
advertisement
ভিডিও কলের মাধ্যমে প্রায় আধঘন্টা ধরে একই সঙ্গে দুই মন্দিরের মধ্যে চলে ধর্মীয় কার্যক্রম। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “বড়মা হলেন বিমলা দেবীর আরেক রূপ। তাই জগন্নাথের ভোগ দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায় বড়মাকে অর্পণ করা হল। যা দিঘা জগন্নাথ ধামে থাক ঐতিহাসিক নজির বলা চলে। প্রযুক্তির মাধ্যমে আমরা নৈহাটির বড়মার মন্দির এবং দিঘা জগন্নাথ ধামের সংযোগ করি।”
advertisement
এদিন সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ আরতি শুরু হয়। একই সঙ্গে নৈহাটির বড়মা এবং জগন্নাথ ধামের বিমলা দেবীর আরতি করা হয়। ভিডিও কলের মাধ্যমে জুড়ে যায় নৈহাটির বড়মা এবং দিঘার জগন্নাথ ধাম। এদিন ১০০৮টি মাটির প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়, গোটা জগন্নাথ ধাম।
এদিন প্রথমে প্রায় মিনিট পনেরো ধরে চলে আরতি পর্ব। এরপর মা বিমলার আরেক রূপ নৈহাটির বড়মাকে ভোগ অর্পণ করা হয়। ভোগে খিঁচুড়ি, বিভিন্ন ধরনের মিষ্টানের পাশাপাশি ছিল বাংলার স্পেশাল নারকেল নাড়ু। প্রযুক্তির সাহায্যে বাংলার দুই তীর্থক্ষেত্র মিলে গেল দীপান্বিতা অমাবস্যার সন্ধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার, উত্তর ২৪ পরগনা থেকে মেদিনীপুর ভাসছে আলোর জোয়ারে
Next Article
advertisement
Ajker Rashifal | Horoscope Today: রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • রাশিফল ১৩ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন আপনার আজকের দিন কেমন যাবে?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement