Digha Jagannath Temple Kali Puja: কালীপুজোর রাতে মিলল দিঘা-নৈহাটি! জগন্নাথ মন্দিরের ৫৬ ভোগ অর্পণ বড়মা-কে, কী কী ছিল ভোগে? জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
Digha Jagannath Temple Kali Puja: দিঘা জগন্নাথ মন্দিরে প্রথমবারের দীপাবলি ও কালীপুজো উৎসব, ৫৬ ভোগের এলাহি আয়োজন!
advertisement
1/5

*আলোর উৎসবে জমজমাট সমুদ্র শহর দিঘা। প্রথমবারের মতো দিঘা জগন্নাথ মন্দিরে পালন হল কালীপুজো এবং দীপাবলি উৎসব। সন্ধ্যা সাত'টায় লক্ষী দেবীর অভিষেক ও পুজার্চনা শুরু হয়। মন্দির চত্বর পাঁচ হাজার আটটি প্রদীপ দিয়ে আলোকিত করা হয়, যা দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। হাজার হাজার ভক্ত আলোর উৎসবে সাক্ষী হতে জগন্নাথ মন্দিরে হাজির হন।
advertisement
2/5
*এদিন পুজোর প্রধান আকর্ষণ ছিল জগন্নাথ দেবের ৫৬ ভোগ। প্রতিটি পদ সুন্দরভাবে সাজিয়ে মন্দির কর্তৃপক্ষ পর্যায়ক্রমে পরিবেশন করে। এদিন ভক্তদের সুবিধার্থে ভিডিও কলের মাধ্যমে নৈহাটির বড়মাকে মহাপ্রসাদ অর্পণ করা হয়। এতে নৈহাটির ভক্তরাও জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ দর্শন করেন। মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগে শুধু দিঘায় আগত জগন্নাথ দেবের ভক্তরা নয়, নৈহাটি থেকেও জগন্নাথ দেবের ৫৬ ভোগ দর্শন করেন ভক্তরা।
advertisement
3/5
*৫৬ ভোগের এলাহি আয়োজনের মধ্যে ছিল নানা ধরনের ভাজা—কলা ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, পটল ভাজা। এছাড়া বেগুন পকোড়া, কুমড়ো পকোড়া, আলু পকোড়া-সহ নানা পদের আয়োজন করা হয়। ভক্তির সঙ্গে প্রতিটি পদ সুন্দর ভাবে তৈরি করেছেন মন্দিরের পূজারীরা। জগন্নাথ দেবের সামনে সুন্দরভাবে পদগুলি সাজিয়ে পরিবেশন করা হয়।
advertisement
4/5
*ভোগের মধ্যে বিশেষভাবে থাকে পোলাও, ভেজ বিরিয়ানি, আমের চাটনি, টমেটো চাটনি। এছাড়া গজা, নিমকি, নাড়ু, বিভিন্ন ধরনের মিষ্টি, পিঠা, সুজি লুচি, দই ও পায়েস অন্তর্ভুক্ত ছিল। এই বৈচিত্র্যময় ভোগ ভক্তদের মন ভক্তির আবেগে ভাসিয়ে দেয়। দীপাবলি ও কালীপুজোর এই প্রথম আয়োজনে জগন্নাথ দেবের ৫৬ ভোগ ভক্তদের কাছে স্মৃতি হয়ে থাকার মতো।
advertisement
5/5
*কলকাতা ইসকনের সহ-সভাপতি ও দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমন দাস বলেন, “এবার প্রথমবার জগন্নাথ মন্দিরে কালীপুজো ও দীপাবলির সঙ্গে এই মহোৎসব পালিত হয়েছে। জগন্নাথ দেবের প্রসাদ প্রথমে বিমলা দেবীকে অর্পণ করা হয়। বিমলা দেবীর রূপই হল কালী মা। আজ নৈহাটির বড়মাকে ভিডিও কলের মাধ্যমে জগন্নাথ দেবের মহাপ্রসাদ অর্পণ করা হয়েছে।””
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Digha Jagannath Temple Kali Puja: কালীপুজোর রাতে মিলল দিঘা-নৈহাটি! জগন্নাথ মন্দিরের ৫৬ ভোগ অর্পণ বড়মা-কে, কী কী ছিল ভোগে? জানুন