Kali Puja 2025: বুড়ো কালী বনাম জোয়ান কালী! মুখোমুখি দুই আদ্যাশক্তি, গায়ের লোম খাড়া হওয়ার মতো দৃশ্য, একবার হলেও দেখে আসুন 'এই' পুজো

Last Updated:

Kali Puja 2025: দাসপুরের আজুড়িয়া কালীতলায় মুখোমুখি দুই কালী। বুড়ো কালী আর জোয়ান কালী। দুই কালীর ভাসানে আছে নানান চমক। ভাসানের রাতে প্রথমে বুড়ো কালীকে নিয়ে যাওয়া হয় জোয়ান কালীর কাছে। জোয়ান কালী বরণ করে বুড়ো কালীকে। গায়ের লোম খাড়া হবে সে দৃশ্য দেখে।

+
দাসপুরের

দাসপুরের বুড়ো কালী বনাম জোয়ান কালী

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: বুড়ো কালীকে টেক্কা দিতেই কি জোয়ান কালী এসেছিল? জোয়ান কালীর বয়স ৫০১ বছর। তাহলে ভাবুন বুড়ো কালী কত বুড়ো! দাসপুরের আজুড়িয়া কালীতলা। এখানেই আছে এক কালীর পুকুর সেই পুকুরের দুই পাড়ে দুই কালী। উত্তরে বুড়ো কালী আর দক্ষিণে জোয়ান কালী। কয়েকশো বছর আগে বুড়ো কালীর বিপরীতে কেন জোয়ান কালী এসেছিল তা জানা নেই। তবে এখানে এলে অবাক হবেন দুই কালী পুজোর উদ্যোক্তাদের মধ্যে ভাববিনিময় দেখে। এক আলো একই বাজনায় পুজো হয়। দুই পুজোকে ঘিরে একটি মেলা বসে। সেই মেলা প্রায় ১২ দিন ধরে চলে।
মেলা জমে ওঠে দুই কালীর ভাসানের পর। বুড়ো কালী এলাকার রানা পরিবার থেকে এসেছে আর জোয়ান কালীর আগমন নিয়ে মতান্তর রয়েছে। তবে জোতকেশব আজুড়িয়া ও পলাশপাই এলাকার কর্মকার গোষ্ঠীর মানুষেরা এই পুজোর মুখ্য ভূমিকায়। এই দুই কালী পুজোকে ঘিরে আছে নানান কথা। আছে দুই কালীর নানান মাহাত্ম্য। বুড়োকালীর পুজোয় কোনও চাঁদা লাগে না। ভক্তদের দানেই পুজো হয়ে যায়।
advertisement
আরও পড়ুনঃ নিমকাঠের দারু বিগ্রহ, সালঙ্কারা দেবী চতুর্ভূজা! বারুইপুরের শিবানী পীঠে জাগ্রত মা কালী, অমাবস্যার পুণ্য তিথিতে উপচে পড়া ভিড়
আবার জোয়ান কালীরপুজোয় ওই কর্মকার পরিবারের পুরুষ সদস্য যারা আয় করছেন তাঁদের মাথা পিছু ৫০০ গ্রাম চাল সঙ্গে ৫০ টাকা দিতে হয়। এটাকে বলা হয় বৃত্তি। আবার এই কর্মকার পরিবারে কোন নবদম্পতির প্রথমে পুত্র সন্তান হলে তাদেরকে একটা আলাদা অর্থ দিতে হয় এই পুজোয়, যার নাম কুমার সেলামি। এই কালী মায়ের পুজোয় যে বাতাসা পড়ে সেগুলি আবার পরে এলাকায় বিলি করা হয়। এই পুজোয় লাগে পাঁচ ধরনের বাজনা। বাজনার মধ্যে নহবত রাখতেই হয়। এছাড়া ঢাক ঢোল লাগাচি এগুলো তো থাকেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ‘আমাদের মতোই আকার চাই দেবীর’, কুস্তিগীরদের হাতে শুরু মেদিনীপুরের ‘মোটাকালী’-র পুজো, মায়ের দর্শন করেছেন?
স্থানীয় ধীমান বাবুরা তাঁরা তিন পুরুষ ধরে এই বুড়োকালীর প্রতিমা বানাচ্ছেন। জন্মাষ্টমী গেলে তবেই এই প্রতিমা তৈরির কাজ শুরু করা যায়। তার আগে নয়, এটাই রীতি। দুই কালীর পুজো চলে চার দিন ধরে। আছে বলি প্রথা। এই বুড়ো কালী জোয়ান কালীর ভাসানে আছে নানান চমক। ভাসানের রাতে প্রথমে বুড়ো কালীকে নিয়ে যাওয়া হয় জোয়ান কালীর কাছে। হাজার হাজার ভক্তের সমাগমে সে দেখার মত দৃশ্য। সেখানে জোয়ান কালীর তরফে বুড়ো কালীকে বরণ করে সম্মান জ্ঞাপন করা হয়। মুখোমুখি বুড়ো কালী, জোয়ান কালী। গায়ের লোম খাড়া হবে সে দৃশ্য দেখে। এবার আসে ভাসানের পালা। এই কালীর পুকুরেই যে যার ঘাটে আলাদাভাবেই দুই কালীকে নামানো হয়। প্রথমে বুড়ো কালীর ভাসান হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বুড়ো কালীকে জলের মধ্যে নামিয়ে জলের মধ্যেই তিন বার ঘোরানো হয়। তারপর মায়ের ভাসান। একইভাবে জোয়ান কালীর ভাসান হয় তারপর। এলাকা ও এলাকার বাইরের নানান কালী পুজোয় তো গিয়েছেন। এবার দাসপুরের এই বুড়ো কালী, জোয়ান কালীর পুজোয় আসুন। এখানকার পুজো আপনাকে মুগ্ধ করবেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বুড়ো কালী বনাম জোয়ান কালী! মুখোমুখি দুই আদ্যাশক্তি, গায়ের লোম খাড়া হওয়ার মতো দৃশ্য, একবার হলেও দেখে আসুন 'এই' পুজো
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement