পশ্চিম মেদিনীপুরের দাঁতন ভাগবত চরণ হাইস্কুল দত্তক নিয়েছে কারকপুর শিশু শিক্ষা কেন্দ্র এবং চাতালপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। বিদ্যালয়ের পাশে থাকা এই দুটি শিশুশিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের মধ্যে পড়াশোনার মনোন্নয়ন, খেলাধুলো এবং সংস্কৃতি চর্চার বিকাশের লক্ষ্যে এমন সিদ্ধান্ত বিদ্যালয়ের। নাম দিয়েছেন অনুজ বন্ধন। পড়াশোনার বেড়াজাল ভেঙে শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের মধ্যে ভাতৃত্ববোধ এবং তাদের মধ্যে শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যে এই সিদ্ধান্ত উচ্চ বিদ্যালয়ের।
advertisement
আরও পড়ুন: এই গেল গেল পরিস্থিতি…! সুবর্ণরেখায় তুমুল জল বাড়তেই ব্যাক টু ব্যাক আতঙ্ক মেদিনীপুরের এইসব এলাকায়
তিন বছর ধরে বছরে বিভিন্ন সময়ে একাধিক কর্মসূচি নেওয়া হয়। এবারেও এই দুটি শিশুশিক্ষা কেন্দ্রে যায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শিক্ষকেরা। দুটি এসএসকে বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান, তাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে গল্প পড়ার মানসিকতা বৃদ্ধির লক্ষ্যে গল্পের বই প্রদান করা হয়। অনুজ দুই বিদ্যালয়ে হয় এই অনুষ্ঠান। এদিন হাই স্কুলের পড়ুয়ারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত ছোট বিদ্যালয়ের সঙ্গে উচ্চ বিদ্যালয়ের মধ্যে পারস্পারিক সম্পর্ক এবং পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সাহায্য এবং তাদের মধ্যে কুকারিকুলাম এক্টিভিটিস বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ ভাবনা। উচ্চ বিদ্যালয়ের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়েছে শিক্ষামহল।
রঞ্জন চন্দ





