West Medinipur News: এই গেল গেল পরিস্থিতি...! সুবর্ণরেখায় তুমুল জল বাড়তেই ব্যাক টু ব্যাক আতঙ্ক মেদিনীপুরের এইসব এলাকায়

Last Updated:

West Medinipur News: নদীর জল আচমকা বেড়ে যায়। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন নদী তীরের মানুষজন। তবে এবার আরও বিপত্তি।

+
চাষের

চাষের জমি বাঁচাতে ব্যস্ত চাষিরা

পশ্চিম মেদিনীপুর: আষাঢ়ের শুরুতে বানভাসি হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার একাংশ। ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে ফুলেফেঁপে উঠেছিল সুবর্ণরেখা নদী। নদীর জল আচমকা বেড়ে যায়। ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন নদী তীরের মানুষজন। তবে এবার আরও বিপত্তি। ফের ব্যারেজ থেকে জল ছাড়ায় কূল ছাপিয়ে যায় সুবর্ণরেখা। জল ঢুকতে শুরু করে গ্রামে। ক্ষয়ক্ষতি সবজি চাষে। একাধিক চাষের জমি ইতিমধ্যেই প্লাবিত। চিন্তায় কৃষকেরা।
পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত দিয়ে প্রবাহিত হয়েছে শান্ত সুবর্ণরেখা নদী। তবে বর্ষা এলেই নদীতে জল বাড়তে থাকে। এবারও ঝাড়খণ্ডের গালুডি ব্যারেজ থেকে জল ছাড়ায় ফুলেফেঁপে উঠেছিল নদীটি। ফের জল ছাড়াই নতুন করে বিপদ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের নদী তীরবর্তী এলাকার মানুষজনের রুটিরুজির অন্যতম মাধ্যম সবজি চাষ। বেশ কিছু অংশে ধান চাষ হয়। তবে এবার সবকিছুই জলের তলায়। দাঁতন থানার বড়া, মহেশপুর, রাউতরাপুর সহ একাধিক জায়গায় ইতিমধ্যেই চাষের জমি প্লাবিত। এই সমস্ত এলাকার অধিকাংশ কৃষি জমিতে সবজির চাষ হয়। কুমড়ো, পটল থেকে শুরু করে একাধিক সবজির চাষ করেন কৃষকেরা। তবে হঠাৎ করে নদীর জল চাষের জমিতে ঢুকে পড়ায় প্রবল ক্ষতির আশঙ্কা করছেন সকলে।
advertisement
advertisement
প্রসঙ্গত সবজির ক্ষেত্র হিসেবে চিহ্নিত দাঁতন থানার এই সকল নদীর তীরবর্তী এলাকা। এখান থেকেই উৎপাদিত সবজি গোটা জেলায় ছড়িয়ে পড়ে। শুধু তাই নয় সবজি চাষের পাশাপাশি বহু কৃষক ধানেরও চাষ করেছেন। সদ্য ফেলা হয়েছে বীজতলা। তবে হঠাৎই নদীর জল হু হু করে ঢুকে পড়ায় প্রবল ক্ষতির মুখে পড়তে হতে পারে কৃষকদের। ইতিমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনভাবে ফসল বাঁচাতে মরিয়া তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। যেকোন অপ্রীতিকর পরিস্থিতিতে জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে নদীর জল আচমকা বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে কৃষকেরা।
advertisement
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এই গেল গেল পরিস্থিতি...! সুবর্ণরেখায় তুমুল জল বাড়তেই ব্যাক টু ব্যাক আতঙ্ক মেদিনীপুরের এইসব এলাকায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement