Ghatal Flood: গোদের উপর বিষফোঁড়া! বন্যার জল নামতেই এবার ঘাটালে নতুন আতঙ্ক! যা করলেন মহকুমা শাসক
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Ghatal Flood: বন্যা প্লাবিত ঘাটালে নতুন আতঙ্ক, সমস্যায় বাসিন্দারা। বন্যার সময় বাসিন্দাদের ভুগতে হচ্ছিল সাপের আতঙ্কে। আর এবার...
পশ্চিম মেদিনীপুর: সপ্তাহখানেক আগে ঘাটাল মহকুমা জুড়ে ভয়াবহ বন্যার সাক্ষী থেকেছে সাধারণ মানুষ। শুধু এবছর প্রথম নয়, প্রতিবছর একই রুটিন জেলার ঘাটাল মহকুমা জুড়ে। তবেই এবার গোদের ওপর বিষ ফোঁড়ার মত নতুন বিপদ। বর্ষার জল নামতেই হু হু করে বাড়ছে এই রোগের প্রভাব। বর্ষার সময় ছিল বিষধর সাপের ভয়। সাপের কামড়ে জখমও হয়েছেন বেশ কয়েকজন। তবে এবার ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে জল নামতে শুরু করায় দেখা দিয়েছে আন্ত্রিকের প্রকোপ। ইতিমধ্যেই আন্ত্রিকে অসুস্থ হয়েছেন একাধিক জন। তাদের নিয়মিত স্বাস্থ্যের খোঁজ রাখছে স্বাস্থ্য বিভাগ। গ্রামে গ্রামে ঘুরছে মেডিকেল টিম। ছড়ান হচ্ছে ব্লিচিং পাউডার। এলাকায় ঘুরছেন ঘাটাল মহকুমা শাসকও।
পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং বন্যা বছরের একটি রুটিন হয়ে দাঁড়িয়েছে। দিন কয়েক আগে হড়পা বান এবং প্রবল বৃষ্টিতে বন্যা প্লাবিত হয়েছিল ঘাটাল। বেশ কয়েক লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়েছিল। ভেঙে গিয়েছে রাস্তাঘাট, জল থৈ থৈ অবস্থা সৃষ্টি হয় চারিদিকে। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতি, জল নামতে শুরু করেছে বিভিন্ন এলাকা থেকে। তবে এরপরই শুরু নতুন বিপদ। বন্যা কবলিত এলাকা থেকে জল নামতে শুরু করায় নতুনভাবে আন্ত্রিকে আক্রান্ত হয়েছে একাধিক জন। ইতিমধ্যেই তাদের চিকিৎসা চলছে। এলাকায় এলাকায় ঘুরছেন স্বাস্থ্য কর্মীরা। তাদের স্বাস্থ্যের উপর নজরদারি চলছে।
advertisement
আরও পড়ুন: ভরা মঞ্চে এবার বাঁশিতে সুর আইপিএস অফিসারের! অন্যরকম মুহূর্তের সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুর
advertisement
নতুন করে কেউ আক্রান্ত হচ্ছে কিনা তাও খোঁজ নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও তাদের প্রয়োজনীয় ওষুধ এবং জল সরবরাহ করা হচ্ছে। তবে এমন পরিস্থিতিতে এক অন্য ভূমিকায় মহকুমা শাসক। বন্যা কবলিত এলাকায় কাদামাটির রাস্তা পেরিয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস থেকে স্বাস্থ্য দফতরের কর্মীরা পৌঁছেছেন এলাকায়। এলাকায় ব্লিচিং পাউডার ছড়ান থেকে শুরু করে স্বাস্থ্য সচেতনতার পাঠ দিচ্ছেন তারা। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের উদয়পুর গ্রামে। আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন একাধিক জন, প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মহকুমা প্রশাসন সূত্রে খবর, কয়েক দিন ধরে প্লাবিত ঘাটালে বন্যার জল কমতেই দেখা দিয়েছে আান্ত্রিকের প্রকোপ। শুধুমাত্র উদয়পুর গ্রামে আক্রান্ত হয়েছে ছয় জন, বাড়ছে আক্রান্ত সংখ্যা। বিভিন্ন এলাকায় ঘুরে, ব্লিচিং পাউডার ছড়াচ্ছেন স্বয়ং মহাকুমা শাসক। কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে। দিচ্ছেন সচেতনতার বার্তা। স্বাভাবিকভাবে বন্যার জল নামতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে ঘাটালে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 6:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ghatal Flood: গোদের উপর বিষফোঁড়া! বন্যার জল নামতেই এবার ঘাটালে নতুন আতঙ্ক! যা করলেন মহকুমা শাসক