এ যেন কমলার দেশ...! চোখ ধাঁধানো 'অরেঞ্জ গার্ডেনে' নেমেছে পর্যটকদের ঢল! সামসিং খাসমহলের বাগান দেখতে উপচে পড়ছে ভিড়

Last Updated:
Jalpaiguri Tourism: সবুজ চা বাগান আর পাহাড়ি পথে পৌঁছালেই সামসিং খাসমহল এ যেন কমলার দেশ! পথের দু’ধারে ঝুলে থাকা টাটকা কমলালেবু আর পাহাড়ি আতিথেয়তা মুগ্ধ করে পর্যটকদের।
1/7
জলপাইগুড়ি: সবুজ চা বাগানের আঁকাবাঁকা রাস্তা আর পাহাড়ি আদভাঙ্গা পথ পার হলেই যেন অন্য এক জগৎ! এ যেন কমলার দেশ! পথের দু'ধারে সারি সারি চোখ ধাঁধানো কমলা বন। কোথায় জানেন? কালিম্পং জেলার সামসিং খাসমহল।
জলপাইগুড়ি: সবুজ চা বাগানের আঁকাবাঁকা রাস্তা আর পাহাড়ি আদভাঙ্গা পথ পার হলেই যেন অন্য এক জগৎ! এ যেন কমলার দেশ! পথের দু'ধারে সারি সারি চোখ ধাঁধানো কমলা বন। কোথায় জানেন? কালিম্পং জেলার সামসিং খাসমহল।
advertisement
2/7
পথের দুই ধারে সাজানো পাহাড়ি বাড়িঘর, তার মাঝেই কমলা - সবুজে ভরা কমলালেবুর বাগান। যেন প্রকৃতি নিজেই পর্যটকদের অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে।
পথের দুই ধারে সাজানো পাহাড়ি বাড়িঘর, তার মাঝেই কমলা - সবুজে ভরা কমলালেবুর বাগান। যেন প্রকৃতি নিজেই পর্যটকদের অভ্যর্থনা জানাতে দাঁড়িয়ে আছে।
advertisement
3/7
এলাকায় ঢুকতেই চোখে পড়ে রকি আইল্যান্ড পর্যটন কেন্দ্র। তার পাশেই রয়েছে এই খাসমহল গ্রাম। তার সামনে সারি সারি ঝুলে থাকা টাটকা কমলালেবু। দার্জিলিং বা ভুটানের কমলালেবু বাজারে জনপ্রিয় হলেও খাসমহলের কমলালেবুর স্বাদ আলাদা করে চেনা যায়।
এলাকায় ঢুকতেই চোখে পড়ে রকি আইল্যান্ড পর্যটন কেন্দ্র। তার পাশেই রয়েছে এই খাসমহল গ্রাম। তার সামনে সারি সারি ঝুলে থাকা টাটকা কমলালেবু। দার্জিলিং বা ভুটানের কমলালেবু বাজারে জনপ্রিয় হলেও খাসমহলের কমলালেবুর স্বাদ আলাদা করে চেনা যায়।
advertisement
4/7
আরও রসালো, আরও সুগন্ধি—এক কামড়ে মিষ্টি আর সতেজতার মিশেল বোঝা যায়। এই কমলা পার্শ্ববর্তী দেশ নেপাল-সহ ভিনদেশের পাশাপাশি ভিন রাজ্যেও পাড়ি দেয়। চোখ ধাঁধানো দৃশ্য কাছ থেকে দেখতে এই সময় থেকেই পর্যটকদের ভিড় বাড়ছে।
আরও রসালো, আরও সুগন্ধি—এক কামড়ে মিষ্টি আর সতেজতার মিশেল বোঝা যায়। এই কমলা পার্শ্ববর্তী দেশ নেপাল-সহ ভিনদেশের পাশাপাশি ভিন রাজ্যেও পাড়ি দেয়। চোখ ধাঁধানো দৃশ্য কাছ থেকে দেখতে এই সময় থেকেই পর্যটকদের ভিড় বাড়ছে।
advertisement
5/7
কেউ ছবি তুলছেন বাগানের সামনে দাঁড়িয়ে, কেউ আবার কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। আর এখানকার মানুষজনও একেবারে ভোলার মতো নয়। কেউ পর্যটক দেখলেই গাছ থেকে তাজা কমলালেবু ছিঁড়ে হাতে তুলে দিচ্ছেন এ যেন পাহাড়ি আতিথেয়তার স্বাক্ষর।
কেউ ছবি তুলছেন বাগানের সামনে দাঁড়িয়ে, কেউ আবার কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। আর এখানকার মানুষজনও একেবারে ভোলার মতো নয়। কেউ পর্যটক দেখলেই গাছ থেকে তাজা কমলালেবু ছিঁড়ে হাতে তুলে দিচ্ছেন এ যেন পাহাড়ি আতিথেয়তার স্বাক্ষর।
advertisement
6/7
খাসমহলে রয়েছে ছোট একটি বাজারও, যেখানে রোজই বিক্রি হয় পাহাড়ি টাটকা কমলালেবু। যদিও স্থানীয়দের আক্ষেপ বাঁদরের উৎপাত বাড়ায় উৎপাদনে খানিকটা টান পড়েছে। তবুও বাগানে এখনও পর্যাপ্ত ফল দেখা যায়, আর সেই স্বাদই পর্যটকদের টেনে নিয়ে আসছে বারবার।
খাসমহলে রয়েছে ছোট একটি বাজারও, যেখানে রোজই বিক্রি হয় পাহাড়ি টাটকা কমলালেবু। যদিও স্থানীয়দের আক্ষেপ বাঁদরের উৎপাত বাড়ায় উৎপাদনে খানিকটা টান পড়েছে। তবুও বাগানে এখনও পর্যাপ্ত ফল দেখা যায়, আর সেই স্বাদই পর্যটকদের টেনে নিয়ে আসছে বারবার।
advertisement
7/7
চা বাগান, পাহাড়ি গ্রাম, প্রকৃতির নির্মলতা আর রসালো কমলালেবুর স্বাদ সব মিলিয়ে সামসিং খাসমহল এখন উত্তরবঙ্গের নতুন পর্যটন আকর্ষণ। যারা পাহাড়ের শান্ত পরিবেশ ছুঁয়ে দেখতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক অপূর্ব ঠিকানা।
চা বাগান, পাহাড়ি গ্রাম, প্রকৃতির নির্মলতা আর রসালো কমলালেবুর স্বাদ সব মিলিয়ে সামসিং খাসমহল এখন উত্তরবঙ্গের নতুন পর্যটন আকর্ষণ। যারা পাহাড়ের শান্ত পরিবেশ ছুঁয়ে দেখতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক অপূর্ব ঠিকানা।
advertisement
advertisement
advertisement