Sundarbans: সুন্দরবনে বেড়াতে যাওয়ার প্ল্যান! নভেম্বর না ডিসেম্বর কোনটা সেরা সময়, কখন মিলবে বাঘের দেখা, জেনেই বেরিয়ে পড়ুন
- Published by:Riya Das
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sundarbans: শীতের ঠান্ডা আবহাওয়ায় দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো রোদ পোহাতে নদীর ধারে বা খোলা পলির জমিতে চলে আসে বাঘ। গ্রীষ্মে যেমন ঘন জঙ্গলের ভেতরেই থাকে, শীতে তবে তুলনামূলক খোলা জায়গায় দেখা মেলে বেশি। তাই জলে ভ্রমণরত নৌকা বা লঞ্চ থেকেই দূরে দাঁড়িয়ে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা বাড়ে।
সুন্দরবন মানেই বাঘের রাজত্ব। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে কি না, সেই উত্তেজনা নিয়েই লাখো পর্যটক আসেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বছরজুড়ে বাঘ দেখা গেলেও শীতকালে সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি। তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায় বাঘের স্বভাব ও চলাচলের ধরন, ফলে পর্যটকদের ভাগ্য আরও খুলে যেতে পারে এসময়।
advertisement
advertisement
শীতকালে খাবারের সন্ধানে বাঘের চলাচলও বেড়ে যায়। মাছ, কাঁকড়া এবং হরিণের খোঁজে বাঘ অনেক সময় জলের ধার ঘেঁষে হাঁটে। পর্যটকদের নৌকা যখন নির্দিষ্ট জায়গায় অবস্থান নেয়, তখন বাঘের এই চলাচল দৃশ্যমান হয়। ফলে সকাল কিংবা বিকেলবেলা নদীর মোহনা ও খোলা চরাঞ্চলে বাঘ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করেন বনকর্মীরা।
advertisement
advertisement
advertisement
তবে বন্যপ্রাণী দেখার কোনও নিশ্চয়তা নেই। বাঘ অত্যন্ত সতর্ক ও স্বভাবগতভাবে আড়ালপ্রিয়। পর্যটকদের তাই বনরক্ষীদের নির্দেশ মেনে স্বাভাবিক শব্দ বজায় রেখে ধীরে চলতে হবে। তবুও শীতের সকাল-বিকেলের সোনালি আলোয় নদীর ধারে হেঁটে বেড়ানো রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া— পর্যটকদের কাছে এক অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকে।
