South 24 Parganas News: ফের জলসীমা লঙ্ঘনের অভিযোগ! আটক ২৬ বাংলাদেশের মৎস্যজীবী-সহ ট্রলার
- Published by:Ankita Tripathi
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
আবার ও ভারতীয় উপকূল রক্ষী বাহিনী গতরাতে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ২৮ জন মৎস্যজীবী সহ একটি বাংলাদেশী ট্রলারকে আটক করে। আজ তাঁদের নিয়ে আসা হয় নারায়ন পুর মৎস্যবন্দরে।
দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: আবারও ভারতীয় জল সীমানা লঙ্ঘনের অভিযোগ বাংলাদেশের মৎস্যজীবীদের বিরুদ্ধে। ভারতের উপকূল রক্ষী বাহিনী বঙ্গোপসাগরে টহল দেওয়ার সময় একটি সন্দেহভাজন ট্রলার লক্ষ্য করে এবং সেই ট্রলারটিকে আটক করে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনী সূত্রে জানা গিয়েছে, ২৬ জন মৎস্যজীবী-সহ এই ট্রলারটি বাংলাদেশের। ভারতীয় জলসীমানা অতিক্রম করে বঙ্গোপসাগরে মৎস্য শিকার করছিল এই মৎস্যজীবীরা।
এরপর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ২৬ জন মৎস্যজীবী-সহ ওই ট্রলারটিকে আটক করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রবিবার ভারতীয় জলসীমানার লঙ্ঘন করার অভিযোগে ২৯ জন মৎস্যজীবী-সহ একটি বাংলাদেশি ট্রলার আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।
গতকালের পর সোমবার আবারও ভারতীয় জলসীমানা লংঘন করার অভিযোগে বাংলাদেশী একটি ট্রলার ২৬ জন মৎস্যজীবী-সহ আটক হয় উপকূল রক্ষী বাহিনীর হাতে। গতকাল ২৯ জন মৎস্যজীবীকে সোমবার দুপুরে কাকদ্বীপ মহাকুমার আদালতে পেশ করে ফ্রেজারগঞ্জ উপকূল থানার পক্ষ থেকে। দু’দিনে বাংলাদেশের প্রায় ৫৫ জন মৎস্যজীবী-সহ দুটি ট্রলার আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী।
advertisement
advertisement
এ বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, গতকাল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী আমিনা নামে একটি বাংলাদেশের ট্রলার আটক করে। ওই ট্রলারে থাকা ২৯ জন মৎস্যজীবীকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। এদিন সকালে মায়ের দয়া নামের একটি বাংলাদেশী ট্রলার আটক করে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এফবি মায়ের দোয়ায় ছিল ২৬ জন বাংলাদেশি মৎস্যজীবী। ২৬ জন মৎস্যজীবীকে আটক করার পর ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশের হাতে বাংলাদেশী মৎস্যজীবীদের কে তুলে দেয়। ২৬ জন বাংলাদেশী মৎস্যজীবীকে মঙ্গলবার কাকদ্বীপ মহাকুমার আদালতে পেশ করবে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। গত দুদিনে প্রায় ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবী গ্রেফতার হয়েছে।
advertisement
কী কারনে ভারতীয় জলসীমা না বারবার লঙ্ঘন করছে বাংলাদেশি ট্রলার সে বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে যখন কূটনৈতিক সম্পর্ক ভাল ছিল তখন বাংলাদেশী মৎস্যজীবীদের জেলাশাসক এবং স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলার পর বাংলাদেশি মৎস্যজীবীদেরকে পুনরায় দেশে ফিরিয়ে দেওয়া হত।
advertisement
অন্যদিকে ভারতের যে সকল মৎস্যজীবী বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আটক হত তাদেরকেও বাংলাদেশ ভারতে ফিরিয়ে দিত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে ভারতের বহু মৎস্যজীবী বাংলাদেশের জেলবন্দি হয়ে আছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 20, 2025 10:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফের জলসীমা লঙ্ঘনের অভিযোগ! আটক ২৬ বাংলাদেশের মৎস্যজীবী-সহ ট্রলার

