Winter Weather Update: ফের নতুন করে নিম্নচাপের প্রভাব, তবে কি শীতের মাঝেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Winter Weather Update: ফের সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ভিজতে পারে কিছু জেলা, এক নজরে আবহাওয়া!
advertisement
1/5

শীতে সাময়িক বিরতি ঘটিয়ে হাজির নিম্নচাপ। ফলে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শুরু থেকেই ভরপুর শীতের আমেজ উপভোগ করছে বঙ্গবাসী। ভোরবেলা ও রাতের দিকে কনকনে ঠান্ডার দাপট রয়েছে জেলা পুরুলিয়ায়। যদিও বেলা বাড়তেই উধাও শীত।
advertisement
2/5
এইদিন জেলা পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে। তবে প্রতিনিয়ত তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে আবহাওয়ার।
advertisement
3/5
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে চলতি সপ্তাহে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। এছাড়া তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। তাপমাত্রা বাড়ার সঙ্গে , সঙ্গে বাড়বে কুয়াশার দাপট। দিনের বেলায় আদ্রতা জনিত অস্বস্তি ও গুমোট ভাব থাকবে। হালকা শীতের শিরশিরানি থাকবে।
advertisement
4/5
অন্যদিকে দক্ষিণের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহান্তে বাড়তে পারে তাপমাত্রার পারদ। আবহাওয়া শুষ্ক থাকবে। ভোর ও রাতের দিকে বাড়বে কুয়াশার দাপট।
advertisement
5/5
আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। যা ধীরে, ধীরে শক্তি সঞ্চয় করে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে হাওয়া অফিস। দুইএর মিলিত ফলস্বরূপ আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। বাড়বে তাপমাত্রা। তবে দক্ষিণের জেলাগুলিতে এর বিশেষ প্রভাব পড়বে না। জেলা পুরুলিয়াতে স্বাভাবিক থাকছে তাপমাত্রা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Weather Update: ফের নতুন করে নিম্নচাপের প্রভাব, তবে কি শীতের মাঝেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে!