TRENDING:

Sundarbans:  সুন্দরবনে বেড়াতে যাওয়ার প্ল্যান! নভেম্বর না ডিসেম্বর কোনটা সেরা সময়, কখন মিলবে বাঘের দেখা, জেনেই বেরিয়ে পড়ুন

Last Updated:
Sundarbans: শীতের ঠান্ডা আবহাওয়ায় দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো রোদ পোহাতে নদীর ধারে বা খোলা পলির জমিতে চলে আসে বাঘ। গ্রীষ্মে যেমন ঘন জঙ্গলের ভেতরেই থাকে, শীতে তবে তুলনামূলক খোলা জায়গায় দেখা মেলে বেশি। তাই জলে ভ্রমণরত নৌকা বা লঞ্চ থেকেই দূরে দাঁড়িয়ে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা বাড়ে।
advertisement
1/6
সুন্দরবনে যাওয়ার প্ল্যান! নভেম্বর না ডিসেম্বর কোনটা সেরা সময়, কখন মিলবে বাঘের দেখা
সুন্দরবন মানেই বাঘের রাজত্ব। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলবে কি না, সেই উত্তেজনা নিয়েই লাখো পর্যটক আসেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বছরজুড়ে বাঘ দেখা গেলেও শীতকালে সম্ভাবনা তুলনামূলক অনেক বেশি। তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বদলে যায় বাঘের স্বভাব ও চলাচলের ধরন, ফলে পর্যটকদের ভাগ্য আরও খুলে যেতে পারে এসময়।
advertisement
2/6
শীতের ঠান্ডা আবহাওয়ায় দিনের বেশিরভাগ সময় সূর্যের আলো রোদ পোহাতে নদীর ধারে বা খোলা পলির জমিতে চলে আসে বাঘ। গ্রীষ্মে যেমন ঘন জঙ্গলের ভেতরেই থাকে, শীতে তবে তুলনামূলক খোলা জায়গায় দেখা মেলে বেশি। তাই জলে ভ্রমণরত নৌকা বা লঞ্চ থেকেই দূরে দাঁড়িয়ে বাঘ দেখতে পাওয়ার সম্ভাবনা বাড়ে।
advertisement
3/6
শীতকালে খাবারের সন্ধানে বাঘের চলাচলও বেড়ে যায়। মাছ, কাঁকড়া এবং হরিণের খোঁজে বাঘ অনেক সময় জলের ধার ঘেঁষে হাঁটে। পর্যটকদের নৌকা যখন নির্দিষ্ট জায়গায় অবস্থান নেয়, তখন বাঘের এই চলাচল দৃশ্যমান হয়। ফলে সকাল কিংবা বিকেলবেলা নদীর মোহনা ও খোলা চরাঞ্চলে বাঘ দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করেন বনকর্মীরা।
advertisement
4/6
তাছাড়া শীতকালে সুন্দরবনে মানুষের ভিড়ও বাড়ে। নৌকাগুলির নিয়মিত চলাচলে সৃষ্ট শব্দের সঙ্গে বাঘ অভ্যস্ত থাকায় তারা জলধারার পাশে উঠে আসে স্বাভাবিক ছন্দে। গ্রীষ্ম বা বর্ষার মত এসময় জোয়ারের জল বেশি বাড়ে না, ফলে চরভূমির বিস্তারও বেড়ে যায়— যা বাঘের চলাচলকে আরও দৃশ্যমান করে।
advertisement
5/6
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টাই সুন্দরবনে বনাঞ্চলে ঘোরার সবচেয়ে উপযুক্ত সময়। সকাল এবং বিকেলের শেষে বনের পশুপাখির নড়াচড়া বাড়ে, যা বাঘ দেখার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে সুন্দরবনের সজনেখালি, হরিখালি, সুধন্যখালি, পীরখালি অঞ্চলে এসময় বাঘ দর্শনের রিপোর্ট সবচেয়ে বেশি পাওয়া যায়।
advertisement
6/6
তবে বন্যপ্রাণী দেখার কোনও নিশ্চয়তা নেই। বাঘ অত্যন্ত সতর্ক ও স্বভাবগতভাবে আড়ালপ্রিয়। পর্যটকদের তাই বনরক্ষীদের নির্দেশ মেনে স্বাভাবিক শব্দ বজায় রেখে ধীরে চলতে হবে। তবুও শীতের সকাল-বিকেলের সোনালি আলোয় নদীর ধারে হেঁটে বেড়ানো রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া— পর্যটকদের কাছে এক অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Sundarbans:  সুন্দরবনে বেড়াতে যাওয়ার প্ল্যান! নভেম্বর না ডিসেম্বর কোনটা সেরা সময়, কখন মিলবে বাঘের দেখা, জেনেই বেরিয়ে পড়ুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল