অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্যপদ রয়েছে সাতটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। প্রতি মাসে ১১ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন করতে পারবেন শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরাই। কেশপুর, খড়গপুর ২ ব্লক, পিংলা, কেশিয়াড়ি, নারায়ণগড়, ঘাটাল ব্লক এবং চন্দ্রকোনা পৌরসভায় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যাট নিয়োগ করা হবে, যাঁদের অ্যাকাউন্ট্যাট হিসাবে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই আবেদন জানাতে পারবেন। ৩১ জানুয়ারি ’২৫ অনুযায়ী প্রার্থীর বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী ওয়াক ইন ইন্টারভিউ’-এর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে জেলা কালেক্টরেটর মিড ডে মিল অফিসে উপস্থিত হতে হবে। নিযুক্ত ব্যক্তিদের প্রতি মাসে ১১০০০ টাকা সাম্মানিক বেতন দেওয়া হবে।
কী কী নথি লাগবে তা জানতে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। মূল বিজ্ঞপ্তিটি দেখতে গেলে প্রথমে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে গিয়ে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।
রঞ্জন চন্দ