ইতিমধ্যে, বুধবার থেকে শনিবার পর্যন্ত বাংলা এবং সংলগ্ন ওড়িশার উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। ফলে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে নদীতে জল এতটা বেড়েছে, যে ট্রলারের কাছে যেতে জল পার করে যেতে হচ্ছে অনেক জায়গায়। নদীতে জলস্ফীতি থাকার কারণে বাঁধে জল ভরে গিয়েছে।
আরও পড়ুন: ২২ অগাস্ট কৌশিকী অমাবস্যা, তারাপীঠের পুজোর নিয়ম, রীতি, শুভ মুহূর্ত জানুন! কমছে হোটেল ভাড়া
advertisement
এদিকে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। সঙ্গে বজ্রপাত হবে।বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দুই ২৪ পরগনায়। এখন থেকেই যার প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে নদী ও সমুদ্রে জল বাড়ছে। বড় বড় ঢেউ আসছে। ফলে সকলকেই সতর্ক থাকতে হবে। মৎস্যজীবীদের এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে হবে।
আরও পড়ুন: রাজ্যের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে, কোন কোন জেলায় বেশি বৃষ্টির পূর্বাভাস?
বাইরে থেকে আসা পর্যটকরা এই মুহূর্তে বড় ঢেউ দেখলেও সমুদ্রে না নামতে পরামর্শ দেওয়া হচ্ছে। উপকূলে বৃষ্টিও বাড়বে । সেই সঙ্গে বজ্রপাত হবে। এই বজ্রপাত থেকেও সকলকে সতর্ক থাকতে হবে। এই কয়েকটা দিন সাবধান থাকলেই জীবন বাঁচানো যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবারের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।





