Bankura News: আলু বসানোর মরশুমে নতুন চিন্তা! বাঁকুড়া থেকে ঘরে ফিরছে দলমার হাতির দল, ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাঁটা বিস্তীর্ণ এলাকার মানুষ

Last Updated:

Bankura News: আমন ধান তোলার মরসুম শেষ হতেই হাতির দল এবার পুরনো রুট ধরে দলমায় ফিরতে শুরু করেছে। আলু বসানোর এই মরসুমে হাতির দল ফিরতে শুরু করায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন অনেকে।

দলমার পথে হাতির দল
দলমার পথে হাতির দল
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ ৪ মাস পর ফের দলমার পথ ধরল বাঁকুড়ায় আসা হাতির দল। ক্ষয়ক্ষতির আশঙ্কায় আতঙ্কের প্রহর গুনছেন বিস্তীর্ণ এলাকার মানুষ। গতকাল সন্ধ্যার পর থেকে দফায় দফায় মোট ৬৩ টি হাতি বড়জোড়ার সাহারজোড়া ও পাবয়ার জঙ্গল ছেড়ে পুরনো রুটে ফিরতে শুরু করে। আলু বসানোর এই মরসুমে হাতির দল ফিরতে শুরু করায় ফেরার পথে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় অনেক মানুষ।
প্রতি বছরের রুটিন মাফিক চলতি বছরও অগাস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এই রাজ্যে এসে পৌঁছয় ৬৩টি হাতির দল। গজরাজদের সেই দল পশ্চিম মেদিনীপুর হয়ে সটান বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবয়া ও সাহারজোড়া এলাকায় উপস্থিত হয়। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাঁদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তিহানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণহানির ঘটনাও।
advertisement
আরও পড়ুনঃ প্রায় ৩ শতাব্দী প্রাচীন রীতি মেনে বিষ্ণুপুরের বড় কালী মায়ের নিরঞ্জন! শোভাযাত্রায় ভক্তদের ঢল, নাচে-গানে মা-কে বিদায় জানালেন সকলে
সেই আশঙ্কায় গত ৪ মাস ধরে সাহারজোড়া ও পাবয়ার জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকায় তারকাঁটা দিয়ে ঘেরা জায়গায় হাতির দলকে আটকে রাখা হয়। নির্দিষ্ট জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনোরকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রাখে বন দফতর। কিন্তু আমন ধান তোলার মরসুম শেষ হতেই হাতির দল এবার পুরনো রুট ধরে দলমায় ফিরতে শুরু করল।
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৩টি দলে ভাগ হয়ে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে। হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তাও বিঘ্নিত না হয় সেই ব্যাপারে লাগাতার নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: আলু বসানোর মরশুমে নতুন চিন্তা! বাঁকুড়া থেকে ঘরে ফিরছে দলমার হাতির দল, ক্ষয়ক্ষতির আশঙ্কায় কাঁটা বিস্তীর্ণ এলাকার মানুষ