প্রতি বছরের রুটিন মাফিক চলতি বছরও অগাস্ট মাসের গোড়ার দিকে খাবারের খোঁজে দলমা থেকে এই রাজ্যে এসে পৌঁছয় ৬৩টি হাতির দল। গজরাজদের সেই দল পশ্চিম মেদিনীপুর হয়ে সটান বাঁকুড়ার বড়জোড়া বনাঞ্চলের পাবয়া ও সাহারজোড়া এলাকায় উপস্থিত হয়। বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে জঙ্গলে জঙ্গলে হাতির দল ঘুরে বেড়ালে তাঁদের নিয়ন্ত্রণ অনেক কঠিন হয়ে পড়ে। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ফসল ও সাধারণের সম্পত্তিহানির পাশাপাশি বৃদ্ধি পায় প্রাণহানির ঘটনাও।
advertisement
সেই আশঙ্কায় গত ৪ মাস ধরে সাহারজোড়া ও পাবয়ার জঙ্গলের একটি নির্দিষ্ট এলাকায় তারকাঁটা দিয়ে ঘেরা জায়গায় হাতির দলকে আটকে রাখা হয়। নির্দিষ্ট জায়গায় হাতিগুলির খাবারের যাতে কোনোরকম অভাব না হয় সেদিকেও কড়া নজর রাখে বন দফতর। কিন্তু আমন ধান তোলার মরসুম শেষ হতেই হাতির দল এবার পুরনো রুট ধরে দলমায় ফিরতে শুরু করল।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৩টি দলে ভাগ হয়ে হাতিগুলি পশ্চিম মেদিনীপুর হয়ে দলমার পথ ধরেছে। হাতিগুলির যাত্রাপথে যাতে সর্বনিম্ন ক্ষয়ক্ষতি হয় এবং যাতে হাতিগুলির নিরাপত্তাও বিঘ্নিত না হয় সেই ব্যাপারে লাগাতার নজরদারি চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
