North 24 Parganas News: সন্দেশখালিবাসীর জন্য সুখবর! এবার ঘরের কাছেই মিলবে টয় ট্রেনের মজা, আহ্লাদে আটখানা এলাকাবাসী

Last Updated:

North 24 Parganas News: স্থানীয় মানুষদের অবসর কাটানোর অন্যতম ঠিকানা এই পার্ক। প্রতিদিন সকাল-বিকেল বহু মানুষ এখানে এসে হাঁটাহাঁটি করেন, আড্ডা দেন ও সময় কাটান। শুধু স্থানীয়রাই নন, সুন্দরবনগামী পর্যটকরাও পথের মধ্যে এই উদ্যানে ঢুঁ মারেন।

+
সন্দেশখালির

সন্দেশখালির কালিনগর পার্কে টয় ট্রেন

সন্দেশখালি, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যাঃ নতুন রূপে তৈরি সন্দেশখালির শিশু উদ্যান। শিশুদের জন্য নতুন আকর্ষণ টয় ট্রেন। উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির কালিনগর শিশু উদ্যান অবশেষে পেল ঝাঁ চকচকে নতুন চেহারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা এই উদ্যানটি এখন আবার প্রাণ ফিরে পেয়েছে। এলোমেলো ও জরাজীর্ণ অবস্থা কাটিয়ে নতুন সাজে ফের এলাকার মানুষ ও শিশুদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে উদ্যানটি।
স্থানীয় মানুষদের অবসর কাটানোর অন্যতম ঠিকানা এই পার্ক। প্রতিদিন সকাল-বিকেল বহু মানুষ এখানে এসে হাঁটাহাঁটি করেন, আড্ডা দেন ও সময় কাটান। শুধু স্থানীয়রাই নন, সুন্দরবনগামী পর্যটকরাও পথের মধ্যে এই উদ্যানে ঢুঁ মারেন। নতুন সাজে তাই ভিড় আরও বাড়বে বলে আশা। এবারের সংস্কারে বিশেষ সংযোজন শিশুদের জন্য টয় ট্রেন।
আরও পড়ুনঃ শৌচাগারের সাব ট্যাঙ্কে মাদক লুকিয়ে ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, গ্রেফতার মহিলা মাদক ব্যবসায়ী
রঙিন সেই ট্রেন ইতিমধ্যেই ছোটদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। ট্রেনের কোচে চড়ে চারপাশ ঘুরে আসতে মুখিয়ে রয়েছে শিশুরা। পাশাপাশি লাগানো হয়েছে নতুন বসার বেঞ্চ, আলোর ব্যবস্থা উন্নত করা হয়েছে, নোংরা জমি পরিষ্কার করে লন তৈরি করা হয়েছে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, “এটা আমাদের এলাকার গর্ব। নতুন করে সাজানোর পরে এখানে যেন প্রাণ ফিরে এসেছে। বিশেষ করে টয় ট্রেনের সংযোজন শিশুদের খুবই আনন্দ দিচ্ছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও পরিচ্ছন্নতার দিকে কড়া নজর রাখা হচ্ছে। সন্ধ্যার পর বিদ্যুতের আলোয় পার্ক এখন আরও আকর্ষণীয় হয়ে উঠছে। স্থানীয় পূর্ত ও পরিবহন সংস্থার কর্মাধ্যক্ষ সুমিত দাস ডিকো জানান, “এই এলাকার মানুষ বহুদিন ধরে একটি সাজানো-গোছানো উদ্যানে ঘুরতে যাওয়ার অপেক্ষায় ছিলেন। সেই ভাবনাকেই বাস্তবায়িত করা হয়েছে।” নতুন সাজে কালিনগর শিশু উদ্যান আজ আবার হয়ে উঠেছে এলাকার মুখ। শিশুদের হাসিখুশি মুখ ও পরিবারের আনন্দ-আড্ডায় ভরে উঠছে পরিবেশ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: সন্দেশখালিবাসীর জন্য সুখবর! এবার ঘরের কাছেই মিলবে টয় ট্রেনের মজা, আহ্লাদে আটখানা এলাকাবাসী
Next Article
advertisement
Chandranath Sinha: সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
সাড়ে তিন কোটিরও বেশি সম্পত্তি 'অ্যাটাচ' করল ইডি, আরও বিপাকে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা!
  • মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি অ্যাটাচ করল ইডি৷

  • সাড়ে তিন কোটির সম্পত্তি অ্যাটাচ করল

  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পদক্ষেপ৷

VIEW MORE
advertisement
advertisement