Darjeeling News: শৌচাগারের সাব ট্যাঙ্কে মাদক লুকিয়ে ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, গ্রেফতার মহিলা মাদক ব্যবসায়ী

Last Updated:

Darjeeling News: ঘরের শৌচাগারের সাব ট্যাঙ্কে মাদক লুকিয়ে চলছিল ব্যবসা! দার্জিলিং জেলা পুলিশের অভিযানে মহিলা মাদক কারবারির বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার। গ্ৰেফতার মহিলা মাদক ব্যবসায়ী।

মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
খড়িবাড়ি, দার্জিলিং, বিশ্বজিৎ মিশ্রঃ শৌচাগারের সাব ট্যাঙ্কে মাদক লুকিয়ে চালানো হচ্ছিল ব্যবসা! পুলিশের অভিযানে গ্রেফতার মহিলা মাদক ব্যবসায়ী। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার। দার্জিলিংয়ের খড়িবাড়ির পানিট্যাঙ্কির গন্ডোগোল এলাকায় ঘটনাটি ঘটেছে।
খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি কার্যত মাদকের আঁতুরঘরে পরিণত হয়েছে। এখানেই একটি ঘরের শৌচাগারের সাব ট্যাঙ্কে মাদক লুকিয়ে চলছিল ব্যবসা! দার্জিলিং জেলা পুলিশের অভিযানে মহিলা মাদক কারবারির বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ভিতর থেকে উদ্ধার হল ৩০৬ গ্ৰাম ব্রাউন সুগার। গ্ৰেফতার মহিলা মাদক ব্যবসায়ী। ধৃতের নাম সাদিকা খাতুন। পুলিশ সূত্রে খবর, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বাইক নিয়ে ছিটকে পড়লেন দুই যুবক, ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু, গুরুতর আহত অন্যজন
গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে খড়িবাড়ি থানার পুলিশ। পানিট্যাঙ্কির গন্ডোগোল এলাকায় হানা দিয়ে মহিলা মাদক কারবারি বাড়ির শৌচাগারের সাব ট্যাঙ্কের ভিতর থেকে তিন প্যাকেটে মোট ৩০৬ গ্ৰাম মাদক উদ্ধার করেন তাঁরা। সেই সঙ্গেই ধৃতকে NDPS মামলায় গ্ৰেফতার করা হয়।
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, ধৃত মহিলা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। অনেকদিন ধরেই তিনি মাদকের ব্যবসা করতেন। এদিন ধৃত মহিলাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। মহিলার সঙ্গে জড়িতদেরও খোঁজ শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: শৌচাগারের সাব ট্যাঙ্কে মাদক লুকিয়ে ব্যবসা! গোপন সূত্রে খবর পেয়ে হানা দিল পুলিশ, গ্রেফতার মহিলা মাদক ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ গোটা রাজ্যেই, তাপমাত্রা একই রকম থাকবে, কুয়াশার সতর্কতা সর্বত্রই
শীতের আমেজ গোটা রাজ্যেই, তাপমাত্রা একই রকম থাকবে, কুয়াশার সতর্কতা সর্বত্রই
  • শীতের আমেজ গোটা রাজ্যেই

  • তাপমাত্রা একই রকম থাকবে

  • কুয়াশার সতর্কতা সর্বত্রই

VIEW MORE
advertisement
advertisement