Road Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বাইক নিয়ে ছিটকে পড়লেন দুই যুবক, ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু, গুরুতর আহত অন্যজন

Last Updated:

Road Accident: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিক থেকে একটি মোটরবাইকে দুই যুবক বাঁকাদহের দিকে যাচ্ছিলেন। ৩ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় এসে পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই দু'জন।

পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
বিষ্ণুপুর, বাঁকুড়া, দেবব্রত মণ্ডলঃ জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও একজন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার মড়ার গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ক্যাম্প সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত ও আহত যুবকের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিক থেকে একটি মোটরবাইকে দুই যুবক বাঁকাদহের দিকে যাচ্ছিলেন। ৩ নম্বর ক্যাম্প সংলগ্ন এলাকায় এসে পথ দুর্ঘটনার কবলে পড়েন ওই দু’জন। বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা এবং পথ বন্ধুরা ছুটে এসে দেখেন রাস্তার পাশে মোটরবাইকটি পড়ে রয়েছে, বাইকের পাশে আহত অবস্থায় রয়েছেন এক যুবক ও রাস্তার পাশেই ঝোপের ভিতর পড়ে রয়েছেন আরও একজন। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুনঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতের ৭ সেনাকে নতুন করে চিনল দেশ! স্যালুট জানানো উদ্যোগ নদিয়ায়
এরপর তড়িঘড়ি বিষ্ণুপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। আহতকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এবং নিহত যুবকের ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। যদিও পরবর্তী সময়ে আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করা হয়।
advertisement
advertisement
পথ দুর্ঘটনায় আহত ও মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ নিয়েও ধোঁয়াশা রয়েছে। কীভাবে ঘটল এই দুর্ঘটনা, নিজেরাই অসতর্ক হয়ে রাস্তার পাশে ছিটকে গিয়েছিলেন নাকি কোনও দ্রুত গতির লরি এসে তাঁদের ধাক্কা মারে সেটা এখনও পরিষ্কার নয়। সমগ্র বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা! বাইক নিয়ে ছিটকে পড়লেন দুই যুবক, ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু, গুরুতর আহত অন্যজন
Next Article
advertisement
Picnic at Garh Jungle: এই শীতে গড় জঙ্গলে পিকনিক করতে যাবেন? রয়েছে বনদফতরের নানা নিষেধাজ্ঞা, না জেনে আসলে বিপদে পড়বেন
বন ও বন্যপ্রাণী রক্ষার্থে একাধিক নিষেধাজ্ঞা জারি বনদফতরের, গড় জঙ্গল ঘুরতে আসার আগে জেনে রাখুন 
  • প্রায় ১০ কিলোমিটার রাস্তা জুড়ে সাইনবোর্ডে দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিগুলি

  • প্রধান রাস্তা থেকে ৬কিলোমিটার গভীর জঙ্গলের ভিতরে শ্যামরুপা দুর্গা মন্দির

  • কী কী বিধিনিষেধ আরোপ করল বনদফতর জেনে নিন

VIEW MORE
advertisement
advertisement