Mobile Phone: কম দামে চোরাই মোবাইল বিক্রি! পুলিশ হানা দিতেই খেল খতম, ৩২টি ফোন সহ গ্রেফতার ২ যুবক

Last Updated:

Mobile Phone: ধৃত দুই যুবকের কাছ থেকে ৩২টি ভিন্ন কোম্পানির চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন এলাকায় চুরি যাওয়া মোবাইল সুন্দরবন লাগোয়া এলাকায় তাঁরা কম দামে বিক্রি করতেন। এর পিছনে আর কারা কারা রয়েছে, সেটার তদন্ত শুরু করেছে পুলিশ।

ধৃত ২ যুবক
ধৃত ২ যুবক
ধোসা, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ ধোসা এলাকায় অবৈধ মোবাইল ব্যবসা চলছিল। এই খবর পেয়ে সোমবার হানা দেয় পুলিশ। সেই অভিযানে গ্রেফতার হয়েছেন ২ যুবক। উদ্ধার হয়েছে ৩২টি ভিন্ন কোম্পানির চোরাই মোবাইল ফোন। এর পিছনে আর কারা কারা আছে, ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা যাচ্ছে, ধোসা এলাকায় অবৈধ মোবাইল ব্যবসা চলার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তাতেই গ্রেফতার হন ২ জন যুবক। ধৃতদের নাম সাহিল শেখ ও বারিশ মোল্লা। তাঁদের দু’জনেরই বাড়ি ঘুটিয়ারি শরীফ দেওয়ানপাড়া এলাকায়।
আরও পড়ুনঃ সন্দেশখালিবাসীর জন্য সুখবর! এবার ঘরের কাছেই মিলবে টয় ট্রেনের মজা, আহ্লাদে আটখানা এলাকাবাসী
ধৃত দু’জনের কাছ থেকে ৩২টি ভিন্ন কোম্পানির চোরাই মোবাইল ফোন উদ্ধার হয়েছে। সূত্রের খবর, বিভিন্ন এলাকায় চুরি যাওয়া মোবাইল সুন্দরবন লাগোয়া এলাকায় তাঁরা কম দামে বিক্রি করতেন। এর পিছনে আর কারা কারা রয়েছে, সেটার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃত দু’জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মোবাইল চুরির ঘটনা নতুন কিছু নয়। প্রায়শয়ই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। সূত্রের খবর, ধোসা এলাকায় এই রকমই চুরি যাওয়া মোবাইলের ব্যবসা করতেন দুই যুবক। এবার তাঁদের গ্রেফতার করল পুলিশ। আর কারা কারা এর পিছনে রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mobile Phone: কম দামে চোরাই মোবাইল বিক্রি! পুলিশ হানা দিতেই খেল খতম, ৩২টি ফোন সহ গ্রেফতার ২ যুবক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ গোটা রাজ্যেই, তাপমাত্রা একই রকম থাকবে, কুয়াশার সতর্কতা সর্বত্রই
শীতের আমেজ গোটা রাজ্যেই, তাপমাত্রা একই রকম থাকবে, কুয়াশার সতর্কতা সর্বত্রই
  • শীতের আমেজ গোটা রাজ্যেই

  • তাপমাত্রা একই রকম থাকবে

  • কুয়াশার সতর্কতা সর্বত্রই

VIEW MORE
advertisement
advertisement