আরও পড়ুন: থিম বিয়েতে মজেছে বাঙালি, হারানো সংস্কৃতির ছোঁয়া ‘প্রজাপতয়ে নমঃ’-তে
মুহূর্তের মধ্যে এই বিশালাকার সামুদ্রিক প্রাণীর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। সেই দৃশ্য ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছুটে আসে সকলে। বন দফতরের বিশেষজ্ঞদের থেকে শেষ পর্যন্ত জানা যায় ওই বিশাল প্রাণীটি হল অলিভ রিডলে সি টার্টেল বা সাগর কাছিম। এরা সমুদ্রে থাকে। কোনোভাবে সেটি সি বিচে চলে এসেছিল। এটি দেখার পর পর্যটকরাই ধাক্কাধাক্কি করে তাকে আবার সমুদ্রে ফিরিয়ে দেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই ধরনের কচ্ছপ সাধারণত গঙ্গাসাগরে দেখা যায় না। এরা সমুদ্রের ইষদুষ্ণ জলে বসবাস করে। এদের গড় ওজন হয় ৪৬ কিলো। পিঠের খোলসের দৈর্ঘ্য হয় ২.৫ ফুট। সেপ্টেম্বর থেকে মার্চ মাসে এদের প্রজননের সময়। সেই সময় এরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জন্মস্থানে ফিরে আসে। এই কচ্ছপটি ওরকমভাবেই হয়ত ফিরে এসেছে কপিলমুনির পাদদেশে। তবে কচ্ছপটি ডাঙায় উঠলেই সেখানে থাকা পর্যটকরা কচ্ছপটিকে আবার জলে ফিরিয়ে দিয়েছে। যা নজর কেড়েছে সকলের। আসলে এত বড় কচ্ছপ আগে কখনও দেখা যায়নি এলাকায়। সেজন্যই এই কচ্ছপ নিয়ে এলাকায় চলছে আলোচনা।
নবাব মল্লিক