এদিনও সেরকমই একটি ঘটনা হাওড়ার পাঁচলায়। একটি ওষুধ কোম্পানির স্টোররমে একটি কেউটে সাপ ঢুকে পড়ে। সেখানে কর্মরত দুই যুবক সাপটিকে দেখে অন্যদের সতর্ক করে নিজেরা সাপটিকে একটি পাত্রে ধরে রাখতে সক্ষম হয়। স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে সেই সাপ তুলে দেওয়া হয়েছে।
advertisement
স্টোররুমে প্রবেশ করেছে কেউটে সাপ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পরিবেশ কর্মী শুভঙ্কর কোলে এবং শুভজিৎ মাইতি। সাপটিকে সেখান থেকে উদ্ধার করে। পরিবেশ কর্মীদের কথায় জানা যায়, সাপটি খুব বড় নয়, কয়েক মাসের শাবক। সেখান থেকে উদ্ধার করে একটি প্লাস্টিকের জারে বন্দি করা হয়। স্থানীয় মানুষদের সচেতন বার্তা দেওয়া হয়। এরপর সেখান থেকে সামান্য দূরত্বে একটি নিরাপদ স্থানে সাপটিকে ছেড়ে দেওয়া হয়।
এ প্রসঙ্গে পরিবেশকর্মী শুভজিৎ মাইতি জানান, হাওড়া জেলা সমুদ্রের নিকটবর্তী নদীর নিম্ন গতির এলাকা, ফলে জলা জঙ্গলময় এলাকা বেশি। যে কারণে জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং সাপেদের বসবাস। বর্তমান সময়ে জলাভূমি ধ্বংস হচ্ছে ব্যাপকভাবে। যে কারণে বন্যপ্রাণী ও সাপেদের মত প্রাণীরা লোকালয়ে বা মানুষের বাড়িতে চলে আসছে বেশি। মানুষকে আর বেশি সচেতন হতে হবে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন।
রাকেশ মাইতি





