TRENDING:

Viral News: নামজাদা ওষুধ সংস্থার স্টোরে কাজ করছিলেন দুই যুবক, হঠাৎ সামনে সাক্ষাৎ যমদূত! তারপর যা ঘটল...! শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইবে

Last Updated:

Viral News: স্টোররুমে সাপ দুই যুবকের তৎপরতায় প্রাণ বাঁচল কেউটের! কমবেশি প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার হবার ঘটনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: স্টোররুমে সাপ! দুই যুবকের তৎপরতায় প্রাণ বাঁচল কেউটের! কমবেশি প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাপ ও বন্যপ্রাণী উদ্ধার হওয়ার ঘটনা ঘটে। কখনও মাছ ধরার মুগরিতে, কখনও আবার মানুষের বসতবাড়িতে প্রবেশ করছে বিষধর সাপ। একসময় সাধারণ মানুষের মধ্যে অসচেতনতার ফলে প্রাণে মারা পড়ত সাপ বা বন্যপ্রাণ। মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে, বন্যপ্রাণীর প্রাণ সংশয় এমন ঘটনা দেখলে মানুষ বন দফতর বা স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে বন্যপ্রাণীদের প্রাণ বাঁচাতে সহযোগিতা করছে।
advertisement

এদিনও সেরকমই একটি ঘটনা হাওড়ার পাঁচলায়। একটি ওষুধ কোম্পানির স্টোররমে একটি কেউটে সাপ ঢুকে পড়ে। সেখানে কর্মরত দুই যুবক সাপটিকে দেখে অন্যদের সতর্ক করে নিজেরা সাপটিকে একটি পাত্রে ধরে রাখতে সক্ষম হয়। স্থানীয় পরিবেশ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে সেই সাপ তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কারণে-অকারণে পিঠে ব্যথায় কাবু? ১৫-২০ মিনিট সময় দিন নিজেকে, ৬ কাজে সব ব্যথা ‘ভ্যানিশ’, মহিলাদের জন্য খুবই কার্যকরী

advertisement

স্টোররুমে প্রবেশ করেছে কেউটে সাপ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পরিবেশ কর্মী শুভঙ্কর কোলে এবং শুভজিৎ মাইতি। সাপটিকে সেখান থেকে উদ্ধার করে। পরিবেশ কর্মীদের কথায় জানা যায়, সাপটি খুব বড় নয়, কয়েক মাসের শাবক। সেখান থেকে উদ্ধার করে একটি প্লাস্টিকের জারে বন্দি করা হয়। স্থানীয় মানুষদের সচেতন বার্তা দেওয়া হয়। এরপর সেখান থেকে সামান্য দূরত্বে একটি নিরাপদ স্থানে সাপটিকে ছেড়ে দেওয়া হয়।

advertisement

আরও পড়ুনঃ গরমের ছুটিতে ঘুরে দেখুন প্রকৃতির শ্রেষ্ঠ ‘এই’ স্থাপত্য, কোথায় জানেন? কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন

এ প্রসঙ্গে পরিবেশকর্মী শুভজিৎ মাইতি জানান, হাওড়া জেলা সমুদ্রের নিকটবর্তী নদীর নিম্ন গতির এলাকা, ফলে জলা জঙ্গলময় এলাকা বেশি। যে কারণে জেলার বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং সাপেদের বসবাস। বর্তমান সময়ে জলাভূমি ধ্বংস হচ্ছে ব্যাপকভাবে। যে কারণে বন্যপ্রাণী ও সাপেদের মত প্রাণীরা লোকালয়ে বা মানুষের বাড়িতে চলে আসছে বেশি। মানুষকে আর বেশি সচেতন হতে হবে। তবে প্রশাসনের ভূমিকা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: নামজাদা ওষুধ সংস্থার স্টোরে কাজ করছিলেন দুই যুবক, হঠাৎ সামনে সাক্ষাৎ যমদূত! তারপর যা ঘটল...! শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল