Weekend Trip: গরমের ছুটিতে ঘুরে দেখুন প্রকৃতির শ্রেষ্ঠ 'এই' স্থাপত্য, কোথায় জানেন? কীভাবে যাবেন, কোথায় থাকবেন? জানুন

Last Updated:
Weekend Trip: বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে কাছে। চারিদিকে অপূর্ব ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ। তাই অবশ্যই এই গরমেতেও ঘুরে আসুন এই জায়গা থেকে।
1/7
*গরমের তপ্ত দিন, পাশে দাঁড়িয়ে একাধিক ভূমিরূপ। সূর্যের সোনালী কিরণে বেশ চাকচিক্য বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়নে। শুধু শীত কিংবা বসন্তের ডেস্টিনেশন নয়, গরমের দিনেও কড়া রোধ গায়ে মেখে ঘুরে যেতে পারে এই অসাধারণ প্রকৃতিসৃষ্ট ভাস্কর্য দেখে। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি। 
*গরমের তপ্ত দিন, পাশে দাঁড়িয়ে একাধিক ভূমিরূপ। সূর্যের সোনালী কিরণে বেশ চাকচিক্য বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়নে। শুধু শীত কিংবা বসন্তের ডেস্টিনেশন নয়, গরমের দিনেও কড়া রোধ গায়ে মেখে ঘুরে যেতে পারে এই অসাধারণ প্রকৃতিসৃষ্ট ভাস্কর্য দেখে। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। সংগৃহীত ছবি। 
advertisement
2/7
*রোদের তপ্ত আঁচ গায়ে লাগবে, তবে প্রকৃতির অসাধারণ এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনিও। শান্তভাবে বয়ে চলেছে শিলাবতী নদী। যদিও এই গরমের সময়ে জল অনেকখানি কম। তবে পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একাধিক ভূমিরূপ। সংগৃহীত ছবি। 
*রোদের তপ্ত আঁচ গায়ে লাগবে, তবে প্রকৃতির অসাধারণ এক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনিও। শান্তভাবে বয়ে চলেছে শিলাবতী নদী। যদিও এই গরমের সময়ে জল অনেকখানি কম। তবে পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একাধিক ভূমিরূপ। সংগৃহীত ছবি। 
advertisement
3/7
*কোনওটি ছোট ছোট পাহাড়ের মতো, কোনওটি আবার সুন্দর রাজবাড়ির খিলানের মতো। কোনওটি আবার নানা পশুর অবয়ব। স্বাভাবিকভাবেই একদিকে যেমন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তেমনই বড়দের কাছে বেশ শিক্ষামূলক। তাই একদিন ছুটি নিয়ে ঘুরে দেখতে পারেন এই জায়গা, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। সংগৃহীত ছবি। 
*কোনওটি ছোট ছোট পাহাড়ের মতো, কোনওটি আবার সুন্দর রাজবাড়ির খিলানের মতো। কোনওটি আবার নানা পশুর অবয়ব। স্বাভাবিকভাবেই একদিকে যেমন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের কাছে অত্যন্ত আকর্ষণীয় তেমনই বড়দের কাছে বেশ শিক্ষামূলক। তাই একদিন ছুটি নিয়ে ঘুরে দেখতে পারেন এই জায়গা, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। সংগৃহীত ছবি। 
advertisement
4/7
*প্রকৃতির তৈরি শিল্প বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। শুধু ঘুরে দেখা নয়, কটেজে থেকে রাতের প্রাকৃতিক নির্জনতা উপভোগ করতে পারবেন। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে ঘুরে আসতেই পারেন গনগনি থেকে। মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা গড়বেতা। সংগৃহীত ছবি। 
*প্রকৃতির তৈরি শিল্প বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, গনগনি। শুধু ঘুরে দেখা নয়, কটেজে থেকে রাতের প্রাকৃতিক নির্জনতা উপভোগ করতে পারবেন। শহরের কোলাহল থেকে নিজেকে একটু মুক্তি দিতে ঘুরে আসতেই পারেন গনগনি থেকে। মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে সবুজে ঘেরা গড়বেতা। সংগৃহীত ছবি। 
advertisement
5/7
*গড়বেতা টাউনের ঠিক কাছেই রয়েছে শিলাবতী নদী। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার গনগনি। শিলাবতী নদীর প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। কোথাও উঁচু উঁচু টিলা আবার কোথাও বেশ কিছুটা গর্তর আকারে তৈরি হয়েছে এই ভূমিরূপ। এখানে এলে আলাদা প্রশান্তি মিলবে। সংগৃহীত ছবি। 
*গড়বেতা টাউনের ঠিক কাছেই রয়েছে শিলাবতী নদী। প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যে ঘেরা গড়বেতার গনগনি। শিলাবতী নদীর প্রবাহ, স্রোত এবং দিক পরিবর্তনের ফলে ভূমিক্ষয়ের মধ্য দিয়ে তৈরি হয়েছে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। কোথাও উঁচু উঁচু টিলা আবার কোথাও বেশ কিছুটা গর্তর আকারে তৈরি হয়েছে এই ভূমিরূপ। এখানে এলে আলাদা প্রশান্তি মিলবে। সংগৃহীত ছবি। 
advertisement
6/7
*শুধু তাই নয় গরমের এই দিনে, মাথার উপর যখন প্রচন্ড রৌদ্র এবং যতদূর চোখ যাবে তত দূর প্রকৃতিসৃষ্ট একাধিক ভাস্কর্য নজর কাড়বে আপনার। আপন ধারায় বয়ে চলা শিলাবতী নদীর গা ঘেঁষে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা প্রকৃতির শিল্প দেখে আপনার মনে হবে প্রাচীনকালের কোনও হারিয়ে যাওয়া সভ্যতা। যুগের পর যুগ সেখানেই দাঁড়িয়ে রয়েছে এই সকল ভূমিরূপ। দুপাশের আশ্চর্য এক ভূমিরূপ চাক্ষুষ করতে পারবে এখানে এসে। পৌঁছে যেতে পারবেন এক নতুন সভ্যতায়। সংগৃহীত ছবি। 
*শুধু তাই নয় গরমের এই দিনে, মাথার উপর যখন প্রচন্ড রৌদ্র এবং যতদূর চোখ যাবে তত দূর প্রকৃতিসৃষ্ট একাধিক ভাস্কর্য নজর কাড়বে আপনার। আপন ধারায় বয়ে চলা শিলাবতী নদীর গা ঘেঁষে দিনের পর দিন দাঁড়িয়ে থাকা প্রকৃতির শিল্প দেখে আপনার মনে হবে প্রাচীনকালের কোনও হারিয়ে যাওয়া সভ্যতা। যুগের পর যুগ সেখানেই দাঁড়িয়ে রয়েছে এই সকল ভূমিরূপ। দুপাশের আশ্চর্য এক ভূমিরূপ চাক্ষুষ করতে পারবে এখানে এসে। পৌঁছে যেতে পারবেন এক নতুন সভ্যতায়। সংগৃহীত ছবি। 
advertisement
7/7
*বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে কাছে। চারিদিকে অপূর্ব ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ। তাই অবশ্যই এই গরমেতেও ঘুরে আসুন এই জায়গা থেকে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/9epnyKMFtn5e6mwP7। সংগৃহীত ছবি।
*বাঁধানো সুন্দর সিঁড়ি বেয়ে নেমে যাওয়া যায় একেবারে কাছে। চারিদিকে অপূর্ব ভাস্কর্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই খাদ যেন আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের ক্ষুদ্র সংস্করণ। তাই অবশ্যই এই গরমেতেও ঘুরে আসুন এই জায়গা থেকে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/9epnyKMFtn5e6mwP7। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement