নানা ধরনের সাধারণ সমস্যা দূরীকরণের জন্য সরকার সাধারণত বিভিন্ন প্রকল্প গঠন করে থাকে। কিন্তু, খতিয়ে দেখলেই জানা যাবে, ভারতের যে যে রাজ্যগুলি জলের সমস্যায় জর্জরিত, তাদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ। উল্লেখযোগ্য, ভারতের যে তিন রাজ্যের গ্রামাঞ্চলে এখনও ঘরে ঘরে পানীয় জলের কল পৌঁছায়নি- তার মধ্যে রয়েছে অসম, লাদাখ এবং পশ্চিমবঙ্গ।পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম এর বিভিন্ন গ্রাম এখনও জলসংকট সমস্যায় জর্জরিত।আর সেই কথা চিন্তা করেই বীরভূমের এই স্কুল যা করে দেখাচ্ছে জানলে অবাক হবেন আপনিও।
advertisement
আরও পড়ুন : বাঁশ থেকেই হচ্ছে লক্ষী লাভ! জানলে অবাক হবেন এই গাছ বদলে দিতে পারে আপনার ভাগ্য
মূলত জল ধরো জল ভরো প্রকল্পের আওতায় বৃষ্টিপাতের জল সঞ্চয়ের জন্য এক বিশেষ ধরনের সেড তৈরি করা হয়েছে। স্কুল চত্ত্বরের বিভিন্ন ছাদে এই সেড তৈরি করা হয়েছে।যেখানে বৃষ্টিপাতের জল পরে সেই জল পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে যাচ্ছে সিমেন্টের তৈরি করা একটি ড্যামে।তবে সেখানে পৌঁছে কী হচ্ছে! এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানান সেই জল ড্যামে জমা হওয়ার পর জল পরিশুদ্ধ করার জন্য চারটি লেয়ার করা হয়েছে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
সবচেয়ে নীচে রয়েছে ইটের বেদি, এরপর রয়েছে বড় নুড়ি ১০ (মি.মি), ছোট নুড়ি ৫ (মি.মি), সবচেয়ে উপরে রয়েছে বালি। এই পদ্ধতিতে জল পরিশুদ্ধ হয়ে সেই জল পৌঁছে যাচ্ছে জলের ট্যাংকারে। আর সেই জল ব্যবহার করা হচ্ছে স্কুলের বাগান পরিচর্যা থেকে শুরু করে বিভিন্ন কাজে।
সৌভিক রায়





